Saturday, February 8, 2025

ফলাফলে এগিয়ে ইমরান সমর্থিতরা, ফল ঘোষণা বাকি ৪৪ আসনের

Share

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে এখন পর্যন্ত ২২০টি আসনের অনানুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সমর্থিত স্বতন্ত্ররা সবচেয়ে বেশি আসন পেয়েছেন।

জিও টিভির তথ্য অনুযায়ী, স্বতন্ত্রপ্রার্থীরা পেয়েছেন ৯২টি আসন- যার বেশিরভাগই ইমরান খান সমর্থিত। নওয়াজ শরিফ পিএমএল-এন পেয়েছে ৬২টি। আরেক প্রতিদ্বন্দ্বী পিপিপি পেয়েছে ৫০টি আসন। বাকি দলগুলো পেয়েছে মোট ১৮টি আসন। ফলাফল ঘোষণা বাকি রয়েছে ৪৪টি আসনে।

আইনি বাধার কারণে ইমরান খানের দল পিটিআইয়ের প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে অংশ নিয়েছেন। দেশটির নির্বাচন কমিশন তাদের দলীয় প্রতীক ক্রিকেট ব্যাট নিষিদ্ধ করায় একেকজন প্রার্থী ভিন্ন ভিন্ন প্রতীকে ভোটে লড়েছেন।

কোনো দল এককভাবে সরকার গঠন করতে চাইলে এবার ১৩৪টি আসনে জিততে হবে। তবে বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তানে এবার কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না-ও পেতে পারে।

আরও পড়ুন

আরও সংবাদ