Saturday, February 8, 2025

নিউইয়র্ক সিটিতে নথিপত্র বিহীন অভিবাসী ধরপাকড় শুরু : মেয়রকে জোরালো পদক্ষেপ নেবার আহ্বান অধিকারকর্মীদের

Share

জেবি টিভি রিপোর্ট : প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে আগামী সোমবার মার্কিন হোয়াইট হাউযের বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাস্প । তার দায়িত্ব নেবার আগেই অবৈধ অধিবাসীদের ধরপাড়কে মরিয়া মিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্ট (আইস)।। নথিপত্র বিহীন অভিবাসীরা বরাবরই স্যাংচুয়ারি সিটি হিসাবে নিউইয়র্ক সিটিকে বেছে নিতেন। আর তাই অনেকটা ধারণক্ষমতার চেয়েও বেশী অবৈধ অভিবাসীর বসবাস এখন নিউইয়র্কে। ফলে অবৈধ অভিবাসী নিয়ে বিপাকে পড়েছে নিউইয়র্ক সিটি। এসব অবৈধ অভিবাসী নিজ নিজ দেশে ফেরত পাঠাতে এরই মধ্যে সিটি মেয়র এরিক অ্যাডামসের সহযোগিতা চেয়েছে ট্রাম্প প্রশাসন।

এরই ফলস্বরুপ , নিউইয়র্ক পুলিশ বিভাগ বিভিন্ন অনিয়ম এবং অপরাধে জড়িত সন্দেহে সিটির বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। এসব অভিযানে আনডকুমেন্টেড ব্যক্তিদের আটক করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার নগরপাল ও অধিকারকর্মীরা সিটি হলের সিঁড়ির উপরে একত্রিত হয়ে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসকে এসব অভিবাসীদের সুরক্ষার জন্য আরও পদক্ষেপ নেওয়ার এবং শহরের আশ্রয় আইনগুলি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

এ সময় তারা মেয়র অ্যাডামসের সাম্প্রতিক কার্যক্রম, বিশেষ করে প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন প্রশাসনের সাথে সহযোগিতার ইঙ্গিত, শহরের অভিবাসী সুরক্ষা আইনগুলির সাথে সাংঘর্ষিক হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, অ্যাডামসের “বর্ডার জার” থমাস হোম্যানের সাথে বৈঠক এবং সহিংস অপরাধে জড়িত অনথিভুক্ত অভিবাসীদের অপসারণের বিষয়ে তার মন্তব্যগুলি সমালোচনার সম্মুখীন হয়েছে।

অধিকারকর্মীরা জানান, মেয়রকে শহরের আশ্রয় আইনগুলি মেনে জলতে হবে । একই সাথে অভিবাসীদের সুরক্ষার জন্য আরও পদক্ষেপ নেয়া প্রয়োজন । এ সময় তারা রাজ্য আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান একটি বিল পাস করার জন্য যা আইসির সাথে রাজ্য এবং স্থানীয় সরকার সংস্থাগুলির কাজ করা নিষিদ্ধ করবে এবং অভিবাসীদের আদালতের শুনানির জন্য অ্যাটর্নি সরবরাহের নিশ্চয়তা দেবে।

এদিকে, মেয়র অ্যাডামস এরই মধ্যে বলেছেন , তিনি এবং হোম্যান সহিংস অপরাধীদের রাস্তাঘাট থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে একমত। তবে, অধিকারকর্মীরা উদ্বিগ্ন যে এই ধরনের পদক্ষেপগুলি শহরের অভিবাসী সম্প্রদায়ের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

 

আরও পড়ুন

আরও সংবাদ