জেবি টিভি রিপোর্ট: নামিবিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী নেতুম্বো নন্দী-এনদাইতওয়াহকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি আফ্রিকার দেশটির প্রথম নারী রাষ্ট্রপতি হলেন।
সাউথ ওয়েস্ট আফ্রিকা পিপলস অর্গানাইজেশন (সোয়াপো) পার্টির ৭২ বছর বয়সী এই সদস্য ৫৭ শতাংশের বেশি ভোট পেয়েছেন বলে জানিয়েছে নামিবিয়ার নির্বাচন কমিশন।
তার প্রধান প্রতিদ্বন্দ্বী ইন্ডিপেন্ডেন্ট প্যাট্রিয়টস ফর চেঞ্জ (আইপিসি) দলের পান্ডুলেনি ইতুলা ২৫.৫০ শতাংশ ভোট পান।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, নামিবিয়ার জনগণ শান্তি ও স্থিতিশীলতার পক্ষে ভোট দিয়েছে।
তার বিজয় সাউথ ওয়েস্ট আফ্রিকা পিপলস অর্গানাইজেশন দলটির ৩৪ বছরের শাসনকে প্রসারিত করে। ১৯৯০ সালে নামিবিয়া স্বাধীনতা অর্জনের পর থেকে বেকারত্ব, দারিদ্র্য ও দুর্নীতি নিয়ে চলমান অসন্তোষ সত্ত্বেও দলটি ক্ষমতায় রয়েছে।
নামিবিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি হেজ গিঙ্গোব ২০২৩ সালের মার্চ মাসে নান্দি-এনদাইতওয়াহকে দলের প্রার্থী হিসাবে ঘোষণা করেছিলেন।
কে এই নেতুম্বো নন্দী-এনদাইতওয়াহ
নন্দী-এনদাইতওয়াহ সাউথ ওয়েস্ট আফ্রিকা পিপলস অর্গানাইজেশনের দীর্ঘ সময়ের সদস্য। তিনি বর্তমান ক্ষমতাসীন দল থেকে ৮০-এর দশকে নামিবিয়ার জাতীয় পরিষদের সদস্য হন।
রাজনৈতিক ক্যারিয়ারে তিনি বিভিন্ন দেশে নামিবিয়ার প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে নামিবিয়ার তৃতীয় ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত নামিবিয়ার উপ-প্রধানমন্ত্রী ছিলেন।
এরও আগে ২০১২ সাল থেকে ২০১৫ পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা মন্ত্রী এবং মার্চ ২০১০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত পরিবেশ ও পর্যটন মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। সেই সঙ্গে আরও বেশ কিছু মন্ত্রণালয়ে কাজের অভিজ্ঞতা আছে তার।