Saturday, February 8, 2025

নতুন রাজনৈতিক দল নিয়ে আসছে জাতীয় নাগরিক কমিটি

Share

জেবি টিভি রিপোর্ট : আগামী নির্বাচনে ছাত্র-জনতার পক্ষ থেকে রাজনৈতিক দল নিয়ে আসা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মোঃ রাকিব হোসেন। এক আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে একথা জানান তিনি।
জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় সদস্য মোঃ রাকিব হোসেন বলেন, ‘আগে সংস্কার পরে নির্বাচন। কারণ সংস্কারের জন্য এই অভ্যুত্থান হয়েছে। প্রায় দুই হাজার লোক শহীদ হয়েছে। প্রায় ২৬ হাজার লোক আহত হয়েছে। সংস্কার ছাড়া নির্বাচন দিলে তা কতোটা যৌক্তিক হবে সেটা হচ্ছে দেখার বিষয়।’

তার কাছে প্রশ্ন রাখা হয়, অন্তবর্তী সরকারের পক্ষেতো যাবতীয় সংস্কার কাজ শেষ করা সম্ভব নয়। যৌক্তিকভাবে কতোদিন লাগতে পারে বলে ধারণা করেন আপনি বা আপনারা। ততোদিন কি বাংলাদেশের মানুষ বা রাজনৈতিক দলগুলো নির্বাচন ছাড়া অপেক্ষা করবে?

জবাবে মোঃ রাকিব হোসেন বলেন, ‘প্রফেসর ইউনূস স্যার ইতোমধ্যে রোডম্যাপ ঘোষণা করেছেন। ২০২৫ এর শেষ ভাগে অথবা ২০২৬-এর মধ্যে নির্বাচন দেয়ার কথা আছে। আমাদের হিসেব অনুযায়ী এসময় হয়তো লাগতে পারে। দুই-এক মাস কম বা বেশি লাগলে সেটা পরের বিষয়। এখন পরিস্থিতি অনুযায়ী আমি বলতে পারি সংস্কার ছাড়া নির্বাচন দিয়ে লাভ কী?’

একই প্রসঙ্গে আলোচনায় রাকিব হোসেন আরো বলেন, ‘অনির্বাচিত সরকার কোনভাবেই জনগণের কাম্য নয়। নির্বাচিত সরকারের পক্ষে আমরা।’

মোঃ রাকিব হোসেন জানান, ‘অভ্যুত্থান পরবর্তী সময়ে জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়িয়েছে। রাজনৈতিক দল না এখনো পর্যন্ত আমরা। কিন্তু আমাদের আহ্ববায়ক বলেছেন, আমরা আগামী নির্বাচন ইনশাআল্লাহ অংশ নিতে চাই এবং ৩০০ প্রার্থী আমরা নির্বাচনে দিব। আমাদের স্পষ্ট বার্তা জাতীয় নাগরিক কমিটি আমরা আগামী নির্বাচনে অংশ নিব এবং প্রত্যেকটা আসনে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রার্থী দিব। এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এখনও পর্যন্ত আমাদের রাজনৈতিক দল ঘোষণা বা গঠিত হয় নি। কিন্তু অতি শিঘ্রই আপনারা জানতে পারবেন মিডিয়ার মাধ্যমে আমাদের রাজনৈতিক দলের ঘোষণা আসবে। আমরা প্রত্যেকটি নির্বাচনী কর্মকাণ্ড, শিষ্টাচার আছে সবগুলো মেনেই আমরা চাচ্ছি নির্বাচনে আসতে।’

অনুষ্ঠানে রাকিব হোসেনের সহ-আলোচক ছিলেন রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু। জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দল আসছে বা আসতে পারে এর প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আমরা চাই রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে, প্রতিদ্বন্দ্বীতা করবে। জনগণ যদি তাদেরকে নির্বাচিত করে তারা প্রতিনিধিত্ব করবেন। এতে আমাদের কোন আপত্তি নেই।’

আরও পড়ুন

আরও সংবাদ