Monday, February 10, 2025

দাবানলে ক্ষতিগ্রস্তদের ৮২ হাজার ডলার দান করলেন ফ্রিটজ

Share

জেবি টিভি রিপোর্ট : অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডের প্রাইজমানি লস অ্যাঞ্জেলেসের দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য দান করতে যাচ্ছেন আমেরিকা ক্যালিফোর্নিয়ার টেনিস তারকা টেইলর ফ্রিটজ।

মেলবোর্নে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে বৃহস্পতিবার চিলির ক্রিস্তিয়ান গারিনকে ৬-২, ৬-১, ৬-০ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে ওঠেন ফ্রিটজ।

এরপরই ঘোষণা দেন, প্রথম রাউন্ডের প্রাইজমানি হিসেবে পাওয়া ৮২ হাজার ডলার সাহায্য করতে যাচ্ছেন দাবানলের ফান্ডে।

২৭ বছর বয়সী এই খেলোয়াড় বলেন, ‘আমি শুধু চাই সবাই নিরাপদে থাকুক, যা ঘটেছে তা অবিশ্বাস্য। আমি আমার প্রথম রাউন্ডের পুরস্কারের অর্থ লস অ্যাঞ্জেলেসের দাবানল ত্রাণ তহবিলে দান করতে যাচ্ছি।’

বর্তমানে সাদার্ন ক্যালিফোর্নিয়ায় বসবাস করা ফ্রিটজ পূর্বে লস অ্যাঞ্জেলেসে দীর্ঘ সময় বসবার করেছেন জানিয়ে বলেন, ‘আমি সর্বনিম্ন এটাই করতে পারতাম। সাদার্ন ক্যালিফোর্নিয়ায় আমার বাড়ি এবং লস অ্যাঞ্জেলেস অনেক দিন আমি ছিলাম। তাই সাহায্য করার জন্য যা করতে পারি, তাই আমি করছি।’

গত ৭ জানুয়ারি থেকে লস অ্যাঞ্জেলস কাউন্টিতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে। এতে এখন পর্যন্ত অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

আরও সংবাদ