Saturday, February 8, 2025

দক্ষিণ সীমান্ত বন্ধ থাকায় আটকা পড়েছেন অভিবাসন প্রত্যাশীরা

Share

জেবি টিভি রিপোর্ট : প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে বিপাকে পড়েছেন অ্যামেরিকা ভ্রমণ করা অভিবাসন প্রত্যাশীরা। গত তিনদিনে সীমান্তে আটকা পড়েছে অনেক অভিবাসন প্রত্যাশী।

ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পরপরই অভিবাসীদের অনলাইনে আশ্রয় প্রার্থনার আবেদন প্রক্রিয়া বন্ধ করে দেয়া হয়। ফলে বিপাকে পড়েছেন অভিবাসী হিসেবে আশ্রয় প্রার্থনা করা মানুষ। অনেক অভিবাসন প্রত্যাশীদের কয়েক মাসের অপেক্ষা পরিণত হয়েছে হতাশায়।

শপথ গ্রহণের প্রথম দিনেই এক নির্বাহী আদেশের মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের সীমান্তে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যার একদিন পরেই সীমান্তে নতুন করে দেড় হাজার সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউযের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট।

হোয়াইট হাউযের পক্ষ থেকে প্রকাশিত একটি নির্বাহী আদেশে বলা হয়েছে, দক্ষিণ সীমান্ত পেরিয়ে অ্যামেরিকা আক্রমণ করতে আসছে এমন অবৈধ অনুপ্রবেশকারীদের প্রবেশ স্থগিত করা হচ্ছে।

দেশে অনথিভুক্ত অভিবাসন প্রত্যাশীদের আক্রমণকারী হিসেবে উল্লেখ করার কারণে আনুষ্ঠানিকভাবে তাদের আশ্রয় দিতে অ্যামেরিকা বাধ্য নয়। অর্থাৎ প্রশাসন সহজেই অভিবাসন প্রত্যাশীদের জন্য দেশে প্রবেশের সকল পথ বন্ধ করে দিতে পারে।

হোয়াইট হাউযের এমন কঠোর নির্দেশনার কারণে নর্থ মেক্সিকোতে অবস্থানরত বিদেশি অভিবাসন প্রত্যাশীরা এখন দিশেহারা। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন এসব অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনের প্রস্তাব দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেনবাউম। তিনি বলেন, তারা যদি স্বেচ্ছায় তাদের নিজ দেশে ফিরে যেতে চায় তাহলে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা যেতে পারে।

আশ্রয়কেন্দ্রেগুলো অভিবাসন প্রত্যাশীদের জন্য এখন তাদের বাড়িতে পরিণত হয়েছে। তবে হয়ত দ্রুতই মেক্সিকান সরকার তাদের প্রয়োজনে এসব আশ্রয়কেন্দ্রগুলো উৎখাত করতে পারে। অবৈধ অভিবাসীদের জন্য গণ বিতাড়ন অভিযানেরও পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ট্রাম্পের। দেশের ৪০ শতাংশের বেশি অনথিভুক্ত অভিবাসী মেক্সিকান।

এদিকে মেক্সিকো থেকে অবৈধভাবে অনুপ্রবেশ ঠেকাতে ডনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন সীমান্তে প্রায় ১০ হাজারের সেনা মোতায়েনের কথা ভাবছে বলে সরকারের অভ্যন্তরীণ এক নথির বরাত দিয়ে জানিয়েছে সিবিএস নিউজ।

নথিতে সেনা মোতায়েনের পাশাপাশি ফেরত পাঠানোর আগ পর্যন্ত অবৈধ অভিবাসীদের রাখতে ডিফেন্স মিনিস্ট্রির বিভিন্ন ঘাঁটি ব্যবহারের পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

আরও সংবাদ