Saturday, February 8, 2025

তুমব্রু সীমান্তে আবারও গোলাগুলি

Share

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত এলাকায় আবারও গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টা ৫০ মিনিট থেকে এ সংবাদ লেখা পর্যন্ত (রাত সাড়ে ৯টা) গোলাগুলির শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এর আগে শুক্রবার রাত সোয়া ২টা থেকে টানা শত রাউন্ড গুলির আওয়াজ শুনেছেন তারা।

সূত্রে জানা গেছে, মিয়ানমার জান্তা বাহিনীর হাতছাড়া হওয়া আরকান আর্মি নিয়ন্ত্রিত তুমব্রু রাইট ক্যাম্প থেকে গুলি ছোড়া হলে প্রতিপক্ষ অপর বিদ্রোহীরা তাদের ওপর পাল্টা গুলি চালায়।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, আবরেও গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েছে তার এলাকার হাজারো মানুষ।

আরও পড়ুন

আরও সংবাদ