জেবি টিভি রিপোর্ট : মার্টিন লুথার কিং ডে’র অনুষ্ঠান বাতিল করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছেন, নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। শেষ মুহুর্তে আমন্ত্রণ পেয়ে ওয়াশিংটন ডিসি ছুটে যাওয়ার ঘটনায় সমালোচনা শুরু হয়েছে নিউ ইয়র্কজুড়ে।
দুর্নীতির অভিযোগ থেকে নিজেকে বাঁচাতে অ্যাডামস এমন কাজ করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
ম্যানহাটনের হারলেমের একটি ব্যাপ্টিস্ট চার্চে মার্টিন লুথার কিং জুনিয়র ডে’র অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা ছিল নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের। সোমবার রাত তিনটার পর, শপথ অনুষ্ঠানে অ্যাডামসকে আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মিডল ইস্ট বিষয়ক দূত।
আমন্ত্রণ পাওয়া মাত্রই ওয়াশিংটনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন অ্যাডামস। এ ঘটনায় হতাশ নিউ ইয়র্কের ডেমোক্র্যাটরা। বৃষ্টির মতো সমালোচনা শুরু হয়েছে নিউ ইয়র্কজুড়ে। হারলেমের ব্যাপ্টিস্ট চার্চের সিনিয়র প্যাস্টর জেসে টি উইলিয়ামস বলেন মার্টিন লুথার কিং ডে‘র অনুষ্ঠান উপেক্ষা করে তাকে অসম্মান করেছেন অ্যাডামস।
প্যাস্টর উইলিয়ামসের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন, নিউ ইয়র্ক সিটির পরবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ব্র্যাড ল্যান্ডার। দুর্নীতির অভিযোগে এপ্রিল মাসে বিচার শুরু হবে মেয়র অ্যাডামসের। সাজা থেকে নিজেকে বাঁচানোর জন্যই ট্রাম্পের শপথ অনুষ্ঠানে এরিক অ্যাডামস ছুটি গিয়েছেন বলে মনে করছেন অনেকেই।
ওয়াশিংটন ডিসিতে ছুটে যাওয়ার ঘটনায় মেয়রের কঠোর সমালোচনা করেছেন সিটি কাউন্সিল স্পিকার এড্রিয়ান অ্যাডামস ।
বিশ্লেষকরা বলছেন, মেয়র এরিক অ্যাডামস ডনাল্ড ট্রাম্পের সাথে সুসম্পর্ক তৈরির চেষ্টা করছেন। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সাথেও তার সুসম্পর্ক ছিল। তবে সামাজিক মাধ্যম এক্সের পোস্টে মেয়র জানিয়েছেন, নিউ ইয়র্ক সিটির উন্নয়ন এবং পক্ষপাতদুষ্ট রাজনীতি দূরে রাখতে ডোনাল্ড ট্রাম্পের সাথে সুসম্পর্ক রাখতে চান তিনি।