Saturday, February 8, 2025

ট্রাম্পের সঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্টের ফোনালাপ, কথা হলো যুদ্ধ বন্ধে

গাজায় শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন

Share

জেবি টিভি রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি গাজায় শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন। একইভাবে ট্রাম্পও জানিয়েছেন, তিনিও যুদ্ধ অবসানে কাজ করবেন।

ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে স্থানীয় সময় শুক্রবার (৮ নভেম্বর) আব্বাস ‘আন্তর্জাতিক বৈধতার ভিত্তিতে একটি ন্যায়সঙ্গত ও ব্যাপক শান্তি অর্জনে ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত’ বলে এক বিবৃতিতে জানিয়েছে।

এতে বলা হয়, ট্রাম্পও আব্বাসকে আশ্বস্ত করেছেন, তিনি গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ অবসানে কাজ করবেন। ট্রাম্প জোর দিয়ে বলেছেন, এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট আব্বাসসহ বিশ্বের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ করতে তিনি প্রস্তুত।

বিবৃতিতে আব্বাস বলেন, আমরা আত্মবিশ্বাসী যে যুক্তরাষ্ট্র আপনার নেতৃত্বে ফিলিস্তিনি জনগণের বৈধ আকাঙ্ক্ষাকে সমর্থন করবে।

গাজা ও লেবাননে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের মধ্যেই ট্রাম্পের বিজয় এলো। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় মধ্যপ্রাচ্যে সব ধরনের যুদ্ধের অবসান ঘটানোর অঙ্গীকার করলেও ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী মিত্র হিসেবেও নিজের অবস্থান তুলে ধরেন।

আরও পড়ুন

আরও সংবাদ