Saturday, February 8, 2025

জিমি কার্টার স্মরণে ৯ জানুয়ারি শোক দিবস ঘোষণা বাইডেনের

Share

জেবি টিভি রিপোর্ট : শান্তিতে নোবেলজয়ী শতবর্ষী সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের স্মরণে আগামী ৯ জানুয়ারি রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেদিন অ্যামেরিকার সব নাগরিককে নিজ নিজ ধর্মীয় উপাসনালয়ে সমবেত হয়ে প্রয়াত প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা নিবেদনের আহ্বান জানিয়েছেন বিদায়ী এই প্রেসিডেন্ট।
দেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডাব্লিউ বুশ, প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতারা।

সাবেক প্রেসিডেন্ট, শান্তিতে নোবেলজয়ী শতবর্ষী জিমি কার্টারের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন, হবু প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতারা। শতবর্ষী এই কিংবদন্তীর সমাধির দিন, ৯ জানুয়ারিকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বাইডেন।

ভার্জিন আইল্যান্ডের সেইন্ট ক্রোইক্সে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট বাইডেন সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারকে ‘দীর্ঘদিনের বন্ধু’ বলে উল্লেখ করে তার ‘শিষ্টাচার’ ও ‘মানবিক মূল্যবোধের’ প্রশংসা করেন।

জিমি কার্টারকে শ্রদ্ধা জানিয়ে বিবৃতিতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা লিখেছেন, তিনি যতবার শান্তি ও মানবতার এই দূতের সঙ্গে দেখা করেছেন, ততবারই বুঝতে পেরেছেন কার্টার মুখে যা বলেন মনেপ্রাণে তা বিশ্বাসও করেন। পরিস্থিতি যত প্রতিকূল হোক না কেন জিমি কার্টার বরাবর মানুষের ভালোর জন্য কাজ করেছেন। একারণেই নৈতিকতা, ন্যায়বিচার ও মানবাধিকারের একজন অভিভাবকে হারিয়েছে বিশ্ব।

সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ শোক জানিয়ে বিবৃতিতে বলেছেন, সামাজিক ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতি অসাধারণ প্রতিশ্রুতি পূরণের মধ্য দিয়ে জিমি কার্টার তার শাসনামলের পরবর্তী সময়কে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন।

শোক জানিয়ে প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্প লিখেছেন, জিমি কার্টার একজন প্রতিশ্রুতিবদ্ধ জনগণের সেবক ছিলেন। শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। জিমি সত্যিই একজন ভালো মানুষ ছিলেন। অ্যামেরিকাকে আরো শ্রেষ্ঠ বানানোর জন্য তিনি কঠোর পরিশ্রম করেছেন জানিয়ে জিমি কার্টারকে শ্রদ্ধার যোগ্য নেতা বলে মন্তব্য করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট।

আরও পড়ুন

আরও সংবাদ