Saturday, February 8, 2025

আমি মনে করি ট্রাম্পকে হারাতে পারতাম: বাইডেন

Share

জেবিটিভি রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত নির্বাচনে প্রার্থী হলে ট্রাম্পকে হারাতে পারতেন বলে মনে করেন। হোয়াইট হাউসে বাইডেন বলেন, আমি মনে করি, আমি ট্রাম্পকে হারাতে পারতাম। আমার মনে হয় কমলাও ট্রাম্পকে হারাতে পারতেন।

আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউসে ফিরতে যাওয়া রিপাবলিকান দলের ট্রাম্প গত বছর ডেমোক্র্যাট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করেন। ট্রাম্পের সঙ্গে বিপর্যয়কর বিতর্কের পর ডেমোক্র্যাটিক দলের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়লে প্রার্থিতা থেকে সরে দাঁড়ান বাইডেন।

হোয়াইট হাউসে চার বছরে বাইডেন খুব কমই সংবাদ সম্মেলন করেছেন। তবে গত শুক্রবার সাংবাদিকদের বেশ কয়েকটি প্রশ্নের খোলামেলা জবাব দিয়েছেন তিনি।

সম্প্রতি রাশিয়ার ওপর দেওয়া নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, রাশিয়ার তেলের ওপর আরোপিত নতুন নিষেধাজ্ঞা গ্যালন প্রতি পেট্রোলের দাম তিন থেকে চার সেন্ট বাড়িয়ে দিতে পারে। তবে রাশিয়ার অর্থনীতিতে এটি গভীর প্রভাব ফেলবে।

ক্যালিফোর্নিয়ার দাবানল মোকাবিলায় ওয়াশিংটনে থাকার জন্য ইতালি সফর বাতিল করা বাইডেন জানান, ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সাথে দেখা করতে পারবেন না বলে তিনি হতাশ।

আরও পড়ুন

আরও সংবাদ