জেবি টিভি রিপোর্ট : এখন থেকে ক্যালিফোর্নিয়ায় কারো বিরুদ্ধে চুরির অভিযোগ প্রমাণিত হলে তাকে কমপক্ষে এক বছর কারাভোগ করতে হবে। আসছে ২০২৫ সাল থেকে বলবত হতে যাওয়া নতুন একটি আইনে চুরি-ডাকাতিকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করায় এমনটি হতে যাচ্ছে
জনজীবনে স্বস্তি আনতে কয়েকটি নতুন আইন প্রণয়ন করেছেন স্টেইটের আইনপ্রণেতারা। অন্য এক আইন অনুযায়ী, এখন থেকে কোন ব্যক্তির ক্রেডিট স্কোরের ওপর তার স্বাস্থ্যগত কারণে নেয়া ঋণের প্রভাব পড়বে না।
ফলে ২০২৫ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় চুরি করা একটা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। কারো বিরুদ্ধে চুরির অভিযোগ প্রমাণিত হলে তার কমপক্ষে এক বছরের সাজা হবে। গত নভেম্বরে ক্যালিফোর্নিয়ার ভোটাররা বেশ কয়েকটি নতুন আইন অনুমোদন করে। যার মধ্যে অন্যতম, কোন মল বা বাসা থেকে চুরিকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা।
সাংবাদিক জিম নিউটন মনে করেন, স্টেইটে ক্রমেই বেড়ে চলা চুরি-ডাকাতির মত অপরাধ নিয়ে জনগণের উদ্বেগের কথা মাথায় রেখেই গভর্নর আর আইন প্রণেতারা আইনে এমন পরিবর্তন এনেছেন।
শুধু শাস্তির মেয়াদ বাড়ানো হয়েছে এমন নয়। স্টেইটে এমন সব অপরাধ কমাতে প্রচলিত আইনে আরো কিছু পরিবর্তন আনা হয়েছে। নিউটন মনে করেন, ক্যালিফোর্নিয়ায় যত অপরাধ হয় তার মধ্যে চুরি-ডাকাতিই সবচেয়ে ভয়ংকর অপরাধ নয়। কিন্তু নানা কারণে এসব নিয়ে আলোচনা বেশি হওয়াতেই পাল্টানো হয়েছে আইন। ক্যালিফোর্নিয়ার আরেকটি নতুন আইন অনুযায়ী, এখন থেকে কোন ব্যক্তির ক্রেডিট স্কোরের ওপর তার স্বাস্থ্যগত কারণে নেয়া ঋণের প্রভাব পড়বে না।
স্টেইটের আবাসন সঙ্কট কমাতে আইনপ্রণেতারা আরও একটি আইন প্রণয়ন করেছেন। যেখানে বলা হয়েছে, কোন স্থানীয় সরকার প্রশাসন যদি নতুন আবাসন প্রকল্পের পরিকল্পনা প্রণয়নে ব্যর্থ হয় তাহলে সেই প্রশাসনকে জরিমানা করা হবে।