Saturday, February 8, 2025

অভিবাসী, অপরাধ এবং রাজনীতির ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বললেন নিউইয়র্ক সিটির মেয়র

Share

জেবি টিভি রিপোর্ট : নিউইয়র্ক সিটিতে বাড়তে থাকা অভিবাসন সমস্যা , অপরাধ একই সাথে রাজনৈতিক ভবিষ্যত নিয়ে খোলামেলা কথা বলেছেন মেয়র এরিক অ্যাডামস । সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি অভিবাসীদের আশ্রয়কেন্দ্র বন্ধ করা থেকে শুরু করে সাবওয়ের নিরাপত্তা এবং নিজের কঠিন প্রতিযোগিতাপূর্ণ আগামী নির্বাচনী লড়াই নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

মেয়র বলছেন, আগামী কয়েকমাসের মধ্যে কয়েক ডজন আশ্রয়কেন্দ্র বন্ধ হয়ে যাবে। এর আওতায় প্রায় ১০ হাজার আশ্রয়গ্রহণকারী আশ্রয় হারাবেন। কিন্তু একই সাথে ব্রঙ্কসের ব্রুকনার বুলেভার্ডে একটি নতুন এবং বেশ বড় আশ্রয়কেন্দ্র খোলা হচ্ছে। এটিতে প্রায় ২ হাজার ২০০ জন প্রাপ্তবয়স্ক পুরুষ আশ্রয়প্রার্থী থাকতে পারবে।

বন্ধের জন্য তড়িঘড়ি উদ্যোগ নেওয়া হচ্ছে এমন আশ্রয়গুলোর যেগুলোতে তুলনামূলক সহিংসতা দেখা দিয়েছে বা বেশ সহিংসতাপুর্ন। এমন একটি হচ্ছে র‍্যান্ডালস আইল্যান্ডের ক্যাম্প’টি।

মেয়র বলছে, এই নতুন কেন্দ্রটি খোলার মূল উদ্দেশ্য হচ্ছে এই এলাকায় অপরাধ এবং অপরাধের প্রবণতা কমানো। অন্য দিকে মেয়র তার নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন।

তিনি এমন এক সময় এসব বলছেন যখন সাম্প্রতিক একটি জরিপ বলছে যে মেয়র পদের আগামী নির্বাচনের জন্য বর্তমান মেয়রের চেয়ে প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমো ডেমোক্র্যাটিক প্রাইমারিতে তার বিরুদ্ধে খুব ভালো করবেন। যদিও কুওমো এখনও মেয়র পদের জন্য তার প্রার্থীতা ঘোষণা করেননি তবে যেকোনো সমাবেশে অংশ নিতে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন। তবে মেয়র বলেছেন যে জরীপ মেয়র তৈরি করেনা, মেয়র তৈরি করে জনগণ।

আরও পড়ুন

আরও সংবাদ