Saturday, February 8, 2025

মানুষ আতঙ্কের মধ্যে দিন পার করছে: রিজভী

Share

সরকারের সীমাহীন নিপীড়ন-নির্যাতনের কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা—সবাই আতঙ্কের মধ্যে দিন পার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব আরও বলেন, সরকার অবাধ-সুষ্ঠু নির্বাচনকে মাটি চাপা দিয়েছে। সুষ্ঠু নির্বাচন এরা বিশ্বাস করে না। এদের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ সব গণতান্ত্রিক বিশ্ব বলছে, বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন দিতে হবে। কিন্তু তারা সেটা কর্ণপাত করছে না। বরং রাষ্ট্রশক্তি ব্যবহার করে নির্যাতন-নিপীড়ন অব্যাহত রেখেছে।

গত ২৪ ঘণ্টায় বিএনপির ২৫৫ নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে জানিয়ে রিজভী বলেন, এসময়ে ৭টি মামলায় ৮৭০ জন নেতাকর্মীকে আসামি করেছে পুলিশ। এছাড়া কারাগারে এক নেতার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

আরও সংবাদ