Saturday, February 8, 2025

রাশিয়ার ইসরায়েল-বিরোধী অবস্থানে অসন্তুষ্ট হয়েছি: পুতিনকে নেতানিয়াহু

Share

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। এসময় তিনি জাতিসংঘে মস্কোর ‘ইসরায়েল-বিরোধী অবস্থান’ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। 

ইসরায়েল বিবৃতিতে জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবকে সমর্থন করেছে রাশিয়া যেটাতে শুক্রবার ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। পুতিনের সঙ্গে কথা বলার সময় নেতানিয়াহু ইরানের সঙ্গে রাশিয়ার ‘বিপজ্জনক’ সহযোগিতার জোরালো নিন্দা জানিয়েছেন।

ক্রেমলিন বলেছে, রাশিয়া বেসামরিক নাগরিকদের দুর্ভোগ কমাতে ও সংঘাত নিরসনে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ‘ভ্লাদিমির পুতিন সব ধরনের সন্ত্রাসবাদকে প্রত্যাখ্যান ও নিন্দা করার নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সন্ত্রাসী হুমকি মোকাবিলা করলে তা বেসামরিক জনগণকে গুরুতর পরিণতির দিকে নিয়ে যায় না।’

রোববার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মানবিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য গাজায় একটি আন্তর্জাতিক মনিটরিং মিশন পাঠানো উচিত।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন

আরও সংবাদ