Saturday, February 8, 2025

এখন অনেকের সুর আবার পালটে যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Share

আগে অনেক ধরনের কথা বলেছে, দু-চার দিন ধরে তাদের অনেকের সুর পালটে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আবারও স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ হওয়ার পর প্রথম দিন গতকাল রোববার সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তবে কাদের উদ্দেশ্য করে এ বক্তব্য দিয়েছেন, তা স্পষ্ট করেননি স্বরাষ্ট্রমন্ত্রী।

আপনার চ্যালেঞ্জ কী—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেক বৈদেশিক চাপ আমরা পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন অত্যন্ত দক্ষ, বিচক্ষণ, দূরদর্শী নেতা। তিনি মাথা নত করে কারো সঙ্গে কথা বলেন না। তিনি হৃদয় দিয়ে বাংলাদেশকে ভালোবাসেন বলেই এই চাপ বিচক্ষণতার সঙ্গে মোকাবিলা করে যাচ্ছেন।’ তিনি আরো বলেন, ‘দু-চার দিন ধরে আবার আমরা এটাও লক্ষ করছি—যারা অনেক ধরনের নেতিবাচক কথা বলেছে, তাদেরও সুর পালটে যাচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘একটা সুন্দর নির্বাচন হয়েছে। এই নির্বাচনকে বিদেশিরা সবাই স্বাগত জানিয়েছে, আমাদের সরকারকে স্বাগত জানাচ্ছে। এই চাপ কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড আগেও ছিল, এখনো আছে। এগুলো আমাদের জন্য কোনো ব্যাপার না।’

এ সময় সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা আমাকে সহযোগিতা করেছেন বলেই আমার এই সফলতা। যে কারণে প্রধানমন্ত্রী এই মন্ত্রণালয়কে মূল্যায়ন করেছেন।’

এদিকে তেজগাঁওয়ে অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোল্লাবাড়ি বস্তি পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের মধ্যে কাপড়সহ নানান সামগ্রী তুলে দেন তিনি।

আরও পড়ুন

আরও সংবাদ