জেবি টিভি রিপোর্ট : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পটোম্যাক নদীতে বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী উড়োজাহাজটির ফ্লাইট ডেটা (উড্ডয়ন–সংক্রান্ত তথ্য) ও ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এবং এবিসি নিউজ এসব তথ্য জানিয়েছে।
বুধবার রাতে ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইনসের একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এরপর উড়োজাহাজ ও হেলিকপ্টারটি হিমশীতল পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়।
আমেরিকান এয়ারলাইনসের ওই উড়োজাহাজের রেকর্ডিং যন্ত্রগুলো (ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার) উদ্ধার হয়েছে, যা সাধারণত ব্ল্যাক বক্স নামে পরিচিত। যুক্তরাষ্ট্র সরকারের স্বাধীন তদন্ত সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এখন ব্ল্যাক বক্সের তথ্যগুলো বিশ্লেষণ করবে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডই এ ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছে।
উড়োজাহাজটিতে ৬৪ জন ও হেলিকপ্টারে ৩ জন আরোহী ছিলেন। এই ৬৭ জন আরোহীর কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। রয়টার্সের খবর অনুযায়ী, ইতিমধ্যে ৩০ জনের মরদেহ উদ্ধার হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিকূল পরিস্থিতির কারণে পটোম্যাক নদীতে উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে। তবে ডুবুরিদের আশা, সব দেহাবশেষ তাঁরা উদ্ধার করতে পারবেন।
ডুবুরিদের উদ্ধার তৎপরতাকে সহজ করতে নদী থেকে বিধ্বস্ত উড়োজাহাজটির কিছু ধ্বংসাবশেষ সরিয়ে নেবে কোস্ট গার্ড। ওই ধ্বংসাবশেষগুলো সরানো হলে এবং পরিস্থিতি নিরাপদ হলে আবারও পানিতে নামবেন উদ্ধারকারীরা।