Saturday, February 8, 2025

সিটি থেকে বন্দুক সহিংসতা নির্মূলে প্রতিদিন কাজ করে যাব: এরিক অ‍্যাডামস্

Share

জেবি টিভি রিপোর্ট : চলতি বছর নিউইয়র্ক সিটির অপরাধ নির্মূলে সবচেয়ে বেশি মনযোগ দেবেন মেয়র এরিক অ্যাডামস । এর পাশপাশি সিটির অধিবাসীকেও নিরাপদ রাখা অ‍্যাডামস্ প্রশাসনের অগ্রাধিকার।

গত সোমবার (২৭ জানুয়ারি) কমিউনিটি অপ:এডে এমনটাই জানিয়েছেন মেয়র এরিক অ‍্যাডামস্। ইতোমধ‍্যেই বছর শুরুর প্রথম কয়েক সপ্তাহেই এনওয়াইপিডি ৩৫০টিরও বেশি অস্ত্র উদ্ধার করেছে।

নিউইয়র্ক সিটি মেয়র এরিক ‌অ‍্যাডামস্ বলেছেন, কেবল কাগজে কলমে নিরাপত্তা শুধুমাত্র পরিসংখ্যানের বিষয় নয় বরং মানুষকে বাস্তবে নিরাপদ থাকা এবং সেই নিরাপত্তা অনুভব করতে দেওয়াও হবে তাদের দায়িত্ব। তাই অতিরিক্ত কয়েকশ পুলিশ অফিসারকে শহর টহল দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছে, যার মধ্যে রাতের বেলায় সাবওয়ের প্রতিটি ট্রেনে দুজন পুলিশ অফিসার থাকবে।

অ‍্যাডামস্ বলেন, গত সপ্তাহ পর্যন্ত আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে ২০ হাজারেরও বেশি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে আইন শৃংখলা বাহিনী। যা বিভিন্ন সম্প্রদায়, পরিবার বা শিশুদের জন্য হুমকিস্বরূপ ছিল। এই সংখ্যা শুধুমাত্র একটি বড় পরিসংখ্যান নয়, এটি সিটির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক এবং সঠিক পথে অগ্রগতি। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে আগের তিন বছরের তুলনায় ৩ হাজার বেশি বন্দুক পাওয়া গেছে বলেও জানান তিনি।

তিনি বলেন, উদ্ধার করা অস্ত্রের মধ্যে ১ হাজার ৪০০টি ছিল ‘ঘোস্ট গান’—এগুলি এমন অস্ত্র যা চিহ্নিত করা কঠিন এবং সহজে তৈরি করা যায়। আমরা বিপজ্জনক অস্ত্র সরিয়ে আমাদের সম্প্রদায়কে সুরক্ষিত করছি, এবং আমাদের কৌশল কার্যকর হচ্ছে। টানা তিন বছর ধরে, হত্যাকাণ্ড এবং গুলির ঘটনা উভয়ই দ্বিগুণ সংখ্যায় কমেছে: হত্যার হার প্রায় ২৩ শতাংশ এবং গুলির ঘটনা ৪২ শতাংশ এরও বেশি হ্রাস পেয়েছে। এর ফলে ২৬৮ জনের জীবন বাঁচানো সম্ভব হয়েছে এবং দেড় হাজার কম মানুষ গুলিবিদ্ধ হয়েছে।’

গত বছর ব্রুকলিনে বন্দুক সহিংসতার রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল। পুরো শহরে ডিসেম্বর মাসে অপরাধের হারও ১৫ শতাংশ হ্রাস পেয়েছিল। বন্দুক সহিংসতা নির্মূলের প্রতি অ‍্যাডামস্ প্রশাসনের অটল মনোযোগের কারণে, নিউইয়র্ক সিটি এখনও আমেরিকার সবচেয়ে নিরাপদ বড় শহর বলা যায়।

অ‍্যাডামস্ বলেন, ‘তিন বছর আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা আজও বহাল রয়েছে। যখন অন্যরা পুলিশ বিভাগকে বাজেট কমানোর কথা বলেছিল, তখন আমি তাদের পক্ষে দাঁড়িয়েছিলাম, কারণ আপনাদের নিরাপত্তার জন্য লড়াই করা আমার কাজ। বন্দুক উদ্ধার, চোরাচালানের পথ বন্ধ করা এবং গুলির ঘটনা ঘটার আগেই সেগুলো প্রতিরোধ করতে নিউইয়র্ক পুলিশ কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছে এবং যাবে।’

অপরাধের পুনরাবৃত্তি রোধে পুলিশ এবং সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে এবং যুবকদের জন্য নিরাপদ ও অর্থপূর্ণ সুযোগ তৈরি করতে কাজ করে যাচ্ছে প্রশাসনটি।

এই মাসের শুরুতে ‘স্টেট অফ দ্য সিটি’ বক্তৃতায় অ‍্যাডামস্ বলেছিলেন, নিউইয়র্ক সিটিকে বিশ্বের সেরা পরিবার হিসেবে গড়ে তুলতে হবে। তিনি মনে করেন, এবং এটি শুরু হয় পরিবারগুলোর জন্য নিরাপদ সড়ক, চলাচলে নিরাপদ পরিবহন ব্যবস্থা এবং খেলার জন্য নিরাপদ পার্ক দিয়ে।

অ‍্যাডামস্ বলেন, ‘আমাদের সড়ক থেকে অস্ত্রগুলো সরিয়ে নেওয়া সেই লক্ষ্যের দিকে আমাদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি প্রতিদিন কাজ করে যাব আমাদের শহর থেকে বন্দুক সহিংসতা নির্মূল করার জন্য।’

আরও পড়ুন

আরও সংবাদ