Saturday, February 8, 2025

ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে বিএনপি ও জামায়াতের রশি টানাটানি কেন

Share

জেবি টিভি রিপোর্ট : বাংলাদেশে সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামপন্থী দল হিসেবে পরিচিত ধর্মভিত্তিক দলগুলোকে নিজেদের সাথে রাখার জন্য এক ধরনের রশি টানাটানি শুরু হয়েছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও তার সাবেক জোটসঙ্গী জামায়াতে ইসলামীর মধ্যে।

চরমোনাই পির হিসেবে পরিচিত ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সাথে এক সপ্তাহের ব্যবধানে জামায়াতের আমীর শফিকুর রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাতের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে।

চরমোনাই পির ও বিএনপি মহাসচিব সোমবারের বৈঠকের পর দশ দফার একটি সমঝোতার কথা ঘোষণা করলেও জামায়াত বলছে তারা গত অগাস্টে ধর্মভিত্তিক দলগুলোর সাথে জোট করার জন্য আলোচনার যে প্রক্রিয়া শুরু করেছে তা এখনো চলমান আছে।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ অবশ্য সোমবারের বৈঠককে ‘রাজনৈতিক শিষ্টাচার’ ও দশ দফাকে ‘স্বাভাবিক রাজনৈতিক ঐক্যমত’ হিসেবে আখ্যায়িত করেছেন। “বিএনপি অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করে বলেই আমরা সবার সাথে যোগাযোগ রক্ষা করা কিংবা আলোচনা করে থাকি,” বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।

দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলছেন ‘জামায়াত হঠাৎ করেই বিভিন্ন দলকে নিজেদের পক্ষে টেনে নেয়ার চেষ্টা করছে কারণ তারা জানে অন্যের সহায়তা ছাড়া তারা নির্বাচনে কখনো সুফল পায়নি’।

জামায়াতের মুখপাত্র মতিউর রহমান আকন্দ অবশ্য বলছেন ‘ইসলামী দলগুলোর সঙ্গে অগাস্ট থেকে আমাদের আলোচনা চলছে এবং সে প্রক্রিয়া চলমান আছে’।

রাজনৈতিক দলগুলোর এসব বৈঠক ভোটকে সামনে রেখে জোটকে শক্তিশালী করা কিংবা ধর্মকে ব্যবহারের যে চর্চা দীর্ঘকাল বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে হয়ে আসছে তারই অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকদের অনেকে।

“এখন বিএনপি ও জামায়াতের মধ্যে যে রশি-টানাটানি দেখা যাচ্ছে এটি আসলে সেই চর্চারই প্রাথমিক প্রস্তুতি,” বিবিসি বাংলাকে বলছিলেন রাজনৈতিক বিশ্লেষক জোবায়দা নাসরিন।

গত বছর অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ছয় মাস পার করলেও নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা হয়নি।

মি. ইউনূস অবশ্য আগেই জানিয়েছেন যে চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুটা নির্বাচনের সম্ভাব্য সময়সীমা হতে পারে।

আরও পড়ুন

আরও সংবাদ