Saturday, February 8, 2025

সিটির দুঃসময়ে এসি মিলানে যোগ দিলেন কাইল ওয়াকার

Share

সময়টা ভালো যাচ্ছে না ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির। লিগে শিরোপা জয়ের রেস থেকে অনেকটা ছিটকে গেছে পেপ গার্দিওলার দল। এমন সময় সিটি ছেড়ে ধারে ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দিয়েছেন ইংল্যান্ডের রাইট-ব্যাক কাইল ওয়াকার। দুই ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

২০১৭ সালে টটেনহ্যাম হটস্পার ছেড়ে ম্যানসিটিতে যোগ দেন ওয়াকার। ক্লাবটির হয়ে ছয়টি ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ে ভূমিকা ছিলো তার। এছাড়া ২০২৩ সালে সিটির হয়ে চ্যাম্পিয়নস লিগও জেতেন তিনি।

সিটির ছাড়ার সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়াকার লেখেন, ‘ম্যানচেস্টার সিটি…কোথা থেকে শুরু করবো? ২০১৭ সালে যোগ দেওয়াটা ছিলো অবিশ্বাস্য, স্বপ্ন সত্যি হওয়ার মতন। সাত বছরে চ্যাম্পিয়নস লিগসহ ১৭টা ট্রফি জেতা, বিখ্যাত ট্রেবল জেতা। এটা অনেকটা যা আমি শৈশবে স্বপ্ন দেখতাম।’

তবে মিলানে যোগ দিয়ে বেশ গর্বিত ওয়াকার। তিনি বলেন, ‘আমি গর্বিত এসি ক্লাবে যোগ দিতে পেরে। এটা এমন একটি ক্লাব যার অনেক উজ্জ্বল ইতিহাস আছে। আমি ছোটবেলা থেকে এটা অনুসরণ করি। মিলানের জার্সি পরা সম্মানের বিষয়।’

আরও পড়ুন

আরও সংবাদ