জেবি টিভি রিপোর্ট : সাম্প্রতিক ইতিহাসের ভয়াবহ দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের নগর জনপদ।বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রের অগ্রসরতম এলাকার বিপন্ন বাস্তবতায় শুরু হয়েছে মানবিক কার্যক্রম। কড়া নিরাপত্তার চাদরে এলাকাটি পরিবেষ্টিত করে রাখা হয়েছে। অনুমতি নিয়ে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন চ্যারিটি কার্যক্রম নিয়ে এগিয়ে এসেছে।
পোশাক ও পাদুকা থেকে শুরু করে নানা সামগ্রীর সহযোগিতার হাত নিয়ে মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে। কেউ এগিয়ে যাচ্ছে চুল কেটে দেয়ার মত সাধারণ মানবিক সহযোগিতা নিয়ে। যুক্তরাষ্ট্রে চ্যারিটি সংগঠন মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা (মুনা) পাশে দাঁড়িয়েছে দাবানল বিধ্বস্ত বিপন্ন এলাকায়। যোগ দিয়েছেন বেশ কিছু বাংলাদেশি স্বচ্ছাসেবী।
![12199](https://joybangladesh.tv/wp-content/uploads/2025/01/12199-696x391.jpg)
Share
আরও পড়ুন