Saturday, February 8, 2025

জ্যাকসন হাইটসে সিপিএ শ্রাবনীর ট্যাক্স রিটার্ণ সেবা চালু

Share

জেবি টিভি রিপোর্ট  : নিউইয়র্কে ট্যাক্স মৌসুম উপলক্ষে নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির ট্যাক্স রিটার্ণ সহজতর করতে জ্যাকসন হাইটসে সেবা দেয়ার কথা জানিয়েছেন সিপিএ শ্রাবনী । জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট এন্ড পার্টি হলে আয়োজিত এ অনুষ্ঠান পরিচালনা করেন নওশাদ কামাল।

সভায় বাংলাদেশী আমেরিকান শ্রাবনী কমিউনিটির মানুষদের ট্যাক্স রিটার্ণ সহজতর করতে জ্যাকসন হাইটসে সেবা প্রদানের ঘোষণা দেন। এসময় তিনি সিপিএ শ্রাবনী নামের জ্যাকসন হাইটস শাখা পরিচালনায় কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করেন। এ শাখায় সাপ্তাহে ৭ দিন সেবা মিলবে বলেও উল্লেখ করেন শ্রাবনী।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এটর্নী খাইরুল বাশার, চট্টগ্রাম সমিতির সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, মিরসরাই এসোসিয়েশনের সাবেক সভাপতি মনিরুল ইসলাম, কমিউনিটি এক্সিভিস্ট খান শওকত ও আব্দুর রহিম।

সভা শেষে প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আরও পড়ুন

আরও সংবাদ