জেবি টিভি রিপোর্ট : নিউইয়র্কে আবারো ফি বাড়াচ্ছে সিটি বাইক। খরচ বাড়ার অজুহাত দিয়ে চলতি বছরের মধ্যে চার বারের দাম বাড়াতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ৩ ফেব্রুয়ারী নতুন ফি কার্যকর হবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যাটারি বদল, বিমা এবং যানবাহনের খরচ প্রত্যাশার চেয়ে বেশি হয়ে পড়েছে।
সিটি বাইক গত আগস্ট মাসে বাইকারদের জন্য চলাচলের খরচ বাড়িয়েছিল। এই বাড়তি ফি কেবল শুধুমাত্র নিউ ইয়র্ক সিটির রাইড সেবাকে প্রভাবিত করবে।
জানা গেছে , যাদের সিটি বাইকের সদস্যপদ নেই তাদের জন্য নন-ইলেকট্রিক বাইক ভাড়ার ফি ৪ ডলার ৭৯ সেন্ট থেকে বেড়ে ৪ ডলার ৯৯ নির্ধারণ করা হয়েছে, যা ভ্যাটসহ ৫ ডলার ৪৩ সেন্ট হবে। একই সাথে বৈদ্যুতিক বাইক ভাড়ার খরচও বেড়েছে।
ম্যানহাটনে গেলে অথবা সেখান থেকে ৪৫ মিনিট বা তার কম সময়ের মধ্যে বাইক চালিয়ে ফিরলে ইবাইক রাইডের সীমা ৫ ডলার পর্যন্ত বাড়বে । একই সাথে ‘লিফ্ট পিঙ্ক অল অ্যাক্সেস’-এর ক্ষেত্রেও ই-বাইক ফি প্রতি মিনিটে ২৫ সেন্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হচ্ছে । ওভারেজ ফি (ক্লাসিক এবং ইবাইক) প্রতি মিনিটের ক্ষেত্রেও ফি একই রকম।
এদিকে গত এক বছরে চারবার এই দাম বাড়ানো হলেও , ফি বৃদ্ধির পরিমান খুবই সামান্য হওয়ায় সেবাগ্রহীতারা খুব একটা অসন্তুষ্টি জানাননি।
নিউ ইয়র্ক সাইক্লিস্টরা বলছেন, তারা এই ফি দিতে করতে এবং প্যাডেল পুশ করতে রেডি।
অন্যদিকে সিটি বাইক আরো জানিয়েছে, উচ্চ মূল্য সামাল দিতে তারা পাইলট চার্জিং স্টেশন স্থাপনে নগরীর পরিবহন বিভাগ এবং কন এডিসনের সঙ্গে কাজ করছে।
সিটি বাইক এক বিবৃতিতে জানিয়েছে, চার্জিং স্টেশনের নেটওয়ার্ক ভ্যানভিত্তিক ব্যাটারি বদলের প্রয়োজনীয়তা কমাবে। ই-বাইকের চার্জ এবং ব্যবহারের সুবিধার জন্য ম্যানুয়াল ব্যাটারি বদল করার কাজে আরো বিনিয়োগ করা হবে।