Saturday, February 8, 2025

জ্যামাইকা বাস ডিপো আধুনিকায়নের উদ্যােগ : ২৬৫ জিরো-এমিশন বাস কিনছে এমটিএ

Share

জেবি টিভি রিপোর্ট : নিউইয়র্ক সিটির অন্যতম ব্যস্ত বরো কুইন্সে গণপরিবহণে যাতায়াত করেন এমন যাত্রীদের জন্য সুখবর। এ বরোতে টেকসই পরিবহন ব্যবস্থা নিশ্চিতে ২৬৫ টি জিরো-এমিশন বাস চালুর উদ্যোগ নিচ্ছে এমটিএ কর্তৃপক্ষ। চলতি বছরের শেষের দিকে নিউইয়র্ক সিটির বিভিন্ন জায়গায় চালু হবে এ বাসগুলো । কেবল তাই নয়, জ্যামাইকা ডিপো আধুনিকায়নেও কাজ করবে এমটিএ।

গত শুক্রবার জ্যামাইকা বাস ডিপোর সাময়িক বাস পার্কিং এলাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন এমটিএ প্রেসিডেন্ট ও সিইও জানো লাইবার । এ সময় তার সঙ্গে ছিলেন , নিউইয়র্ক সিটি ট্রানজিট বাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক আনিকারো, নিউইয়র্ক পাওয়ার অথরিটির প্রেসিডেন্ট ও সিইও জাস্টিন ড্রিসকল, কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডস এবং অন্যান্য দক্ষিণ-পূর্ব কুইন্সের নির্বাচিত কর্মকর্তা, যেমন সিনেটর লিরয় কমরি এবং কাউন্সিল সদস্য সেলভেনা ব্রুকস-পাওয়ার্স।

লাইবার কুইন্সকে এই রোলআউটের কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করে বলেন, এই বরোতে প্রতিদিন ৮ লাখেরও বাসযাত্রী রয়েছেন, যা শহরের অন্য যেকোনো স্থানের চেয়ে বেশি। তিনি বলেন, এমটিএর বাস প্রোগ্রামের পরবর্তী ধাপ উদযাপনের জন্য এর চেয়ে ভালো জায়গা আর হতে পারে না।

এদিকে , জিরো-এমিশন বাসগুলি এমটিএর বৃহত্তর পরিকল্পনার অংশ, যার লক্ষ্য ২০৪০ সালের মধ্যে পুরো বাস বহরকে টেকসই জ্বালানিতে রূপান্তর করা। এই উদ্যোগটি পরিবহন পরিষেবার নির্ভরযোগ্যতা বাড়ানোর পাশাপাশি পরিবেশগত প্রভাব কমানোর জন্য নেওয়া হয়েছে।

নতুন জিরো-এমিশন বাসগুলোর আগমনের জন্য এমটিএ এবং নিউইয়র্ক পাওয়ার অথরিটি (এনওয়াইপিএ) নতুন ইলেকট্রিক চার্জিং স্টেশন তৈরি করছে।

লাইবার জানান,জামাইকাতে যেখানে আমরা একটি নতুন ডিপো তৈরি করছি সেখানে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। শুধু এখানে নয়, পুরো শহর জুড়েই এই কাজ চলছে।

গভর্নর ক্যাথি হোচুলের কনজেশন প্রাইসিং প্রোগ্রামের মাধ্যমে বাস কেনার জন্য তহবিল পাওয়া গেছে, যা ১৮ নভেম্বর পুনরায় চালু হয়।

জ্যামাইকা বাস ডিপো, যা ৯০ বছরেরও বেশি পুরনো, পুনর্নির্মাণ ও সম্প্রসারণের জন্য বড় ধরনের উন্নতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২০-২০২৪ ক্যাপিটাল প্ল্যান দ্বারা অর্থায়িত এই প্রকল্পটি ২০২৭ সালে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

ফ্র্যাঙ্ক আনিকারো জানান, বাস ডিপোতে নতুন, পরিবেশবান্ধব ছাদ নির্মাণ করা হবে যা বাতাস পরিষ্কার করা, বৃষ্টির পানি হ্রাস করা এবং শক্তি দক্ষতা বাড়ানোর মতো উন্নত সুবিধা প্রদান করবে। এছাড়াও, ১০৭তম এভিনিউ এবং ১৬৫তম স্ট্রিট বরাবর সাউন্ড-ডেডেনিং দেয়াল স্থাপন করা হবে যাতে ডিপোর শব্দ প্রতিবেশীদের জীবনে প্রভাব ফেলে না।

জিরো-এমিশন বাস আনার মাধ্যমে জ্যামাইকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে বাস পরিষেবা নির্ভর জনগণের জন্য বায়ু দূষণ হ্রাস ও স্বাস্থ্যগত উন্নয়ন সম্ভব হবে।

এ প্রসঙ্গে সিনেটর লিরয় কমরি বলেন, এই উদ্যোগ শুধু গণপরিবহনে বিনিয়োগের প্রতিনিধিত্ব করে না বরং কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি প্রদর্শন করে।

কাউন্সিল সদস্য সেলভেনা ব্রুকস-পাওয়ার্স বলেন, দক্ষিণ-পূর্ব কুইন্স দীর্ঘদিন ধরে পরিবেশগত ন্যায়বিচার এবং পরিবহন অবকাঠামোর অপর্যাপ্ত বিনিয়োগের সমস্যার সম্মুখীন হয়েছে। এই উদ্যোগ পরিবেশগত উন্নয়নের পাশাপাশি বাসিন্দাদের স্বাস্থ্যেও ইতিবাচক প্রভাব ফেলবে।

এই বাসগুলি এমটিএর ২০৪০ সালের মধ্যে সব বাসকে জিরো-এমিশনে রূপান্তরের লক্ষ্য পূরণের পথে আরেকটি মাইলফলক।

আরও পড়ুন

আরও সংবাদ