Saturday, February 8, 2025

নিউ ইয়র্ক সিটির ময়লা কনটেইনারের নিয়ম লঙ্ঘনের জন্য জরিমানা শুরু

Share

জেবি টিভি রিপোর্ট : গত নভেম্বরে ইদুঁরের উৎপাত কমাতে আইন করে ট্র্যাশ বিন ব্যবহার চালু করেছে নিউইয়র্ক সিটি। জরিমানা এড়াতে এরই মধ্যে নিউইয়র্কাররা নতুন ট্র্যাশ বিন কিনেছেনও । এতে করে এখন শহরের ব্যস্ত সড়ক ও ফুটপাথগুলোতে যেসব বড় বড় কালো গার্বেজ ব্যাগ দেখা যেত, তা আর থাকবে না বলে জানিয়েছে সিটি কর্তৃপক্ষ।
তবে এবার কেবল আইন নয় বরং আইন ভঙ্গ করলে জরিমানাও নিশ্চিতের উদ্যোগ নেয়া হচ্ছে । যা কার্যকর হলো ২ জানুয়ারী অথ্যার্ৎ বৃহস্পতিবার থেকে।

নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ স্যানিটেশন (DSNY) এর এই নির্দেশ এক থেকে নয়টি আবাসিক ইউনিট বিশিষ্ট সমস্ত সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য, যার মধ্যে একক পরিবারের বাড়িগুলোও অন্তর্ভুক্ত। নতুন নিয়ম অনুযায়ী, ময়লা ৫৫ গ্যালনের চেয়ে বড় নয় এমন সুরক্ষিত ঢাকনাযুক্ত ময়লার পাত্রে রাখতে হবে।

নতুন নিয়ম কার্যকর হওয়ার পর বাসিন্দাদের মানিয়ে নেওয়ার জন্য একটি সতর্কতা সময়সীমা দেওয়া হয়েছিল। তবে, এই সময়সীমা ২ জানুয়ারি শেষ হয়েছে, এবং বৃহস্পতিবার থেকেই আইন প্রয়োগ শুরু হলো।

আইন অনুযায়ী, সুরক্ষিত ঢাকনাযুক্ত ৫৫ গ্যালনের কম আকারের পাত্র ব্যবহার না করলে প্রথমবার অপরাধ করলে ৫০ ডলার, দ্বিতীয়বার ১০০ ডলার এবং তৃতীয় ও এর পরবর্তীবার ২০০ ডলার জরিমানা করা হবে।

বর্তমানে বাসিন্দারা যেকোনো পাত্র ব্যবহার করতে পারেন যা নিয়ম মেনে চলে। তবে, জুন ২০২৬ থেকে সব সম্পত্তির মালিকদের সরকার অনুমোদিত এনওয়াইসি বিন কিনতে হবে।

এই বিনগুলো www.bins.nyc ওয়েবসাইটে পাওয়া যাবে। ৩৫ গ্যালনের বিনের দাম ৪৫ এবং ৪৫ গ্যালনের বিনের দাম ৫৩ ডলার ।

ডিএসএনই এর উপকমিশনার জোশুয়া গুডম্যান বলেছেন, নতুন নিয়মটি রাস্তার পরিচ্ছন্নতা বাড়াতে এবং ইঁদুরের কার্যকলাপ সীমিত করতে সহায়ক হবে। তিনি আরও জানান, ইতোমধ্যে অনেক বাসিন্দা ময়লা ঢেকে রাখতে শুরু করেছেন, যার ফলে রাস্তাগুলো পরিষ্কার রাখতে উন্নতি লক্ষ্য করা গেছে।

নতুন নিয়ম চালুর এক মাস আগে, এই অধিদপ্তর তে বাধ্যতামূলক কম্পোস্টিং চালু করেছিল।

সিটি বলছে, আগামী কয়েক মাস ধরে বাসিন্দাদের জন্য ভার্চুয়াল তথ্য সেশন আয়োজন করা হবে। এগুলো জানুয়ারি ৯, ফেব্রুয়ারি ৬ ও ২৭, মার্চ ২৭ এবং এপ্রিল ২৪ তারিখে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, জানুয়ারি ২৩, ফেব্রুয়ারি ১৩, মার্চ ১৩ এবং এপ্রিল ১০ তারিখে সন্ধ্যা ৬টায় সেশনগুলো অনুষ্ঠিত হবে। এই সেশনগুলোর জন্য নিবন্ধন উন্মুক্ত।

নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ স্যানিটেশন জানুয়ারি ৯ তারিখে মিডল ভিলেজ প্রপার্টি ওনার্স অ্যান্ড রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের মিটিংয়ে অতিথি বক্তা হিসেবে অংশ নেবে এবং নতুন ময়লার নিয়ম সম্পর্কে তথ্য প্রদান করবে।

আরও পড়ুন

আরও সংবাদ