নিউইয়র্ক সময় প্রতিবেদন : মানুষের জন্য নিশ্চিতভাবে ক্যানসারসৃষ্টিকারী পদার্থ হিসেবে চিহ্নিত অ্যাসবেস্টস নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আদৌও আছে কিনা তা যথাসময়ে খতিয়ে দেখতে ব্যর্থ হয়েছে ডিপার্টমেন্ট অব হেলথ। এমনটাই উঠে এসেছে কম্পট্রোলার অফিসের এক বিস্ময়কর নতুন অডিট রিপোর্টে।
রিপোর্টে বলা হয়েছে, অ্যাসবেস্টসযুক্ত শহরের প্রায় ১ হাজার ৭০০ স্কুলের মধ্যে ৮২ শতাংশেরও বেশি স্কুলে তিন বছরের বাধ্যতামূলক পরিদর্শন সম্পন্ন করা হয়নি।
নিউ ইয়র্ক সিটির কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার জানান, সরকারের প্রথম কাজ হলো নিউ ইয়র্কবাসীর নিরাপত্তা নিশ্চিত করা । বলেন, শিশুদের ব্যাপারে শহরের উচিত এমন সব নিয়ম কঠোরভাবে মেনে চলা যা তাদের সুরক্ষার জন্য তৈরি । এটা কোনো বিকল্প নয়। অথচ ডিপার্টমেন্ট অব হেলথ বছরের পর বছর ধরে অ্যাসবেস্টস ব্যবস্থাপনার জাতীয় ন্যূনতম মানও মানেনি।
মূলত এই অডিটটি ২০২১ সালের মার্চ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সময়কাল ঘিরে পরিচালিত হয়। এতে গভীর নজরদারির ঘাটতি পাওয়া গেছে, যা শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মীদের অ্যাসবেস্টসের মতো ঝুঁকিপূর্ণ উপাদানে সংক্রমণের ঝুঁকিতে ফেলে দিচ্ছে। রিপোর্টে আরও বলা হয়েছে, বিভাগটি দুর্বল রেকর্ড রাখা এবং অন্যান্য ত্রুটিপূর্ণ প্রক্রিয়ার জন্যও দায়ী।
এই পরিদর্শনগুলো ১৯৮৬ সালে গৃহীত যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুযায়ী বাধ্যতামূলক । যার আওতায় শিক্ষা বিভাগকে প্রতি তিন বছর অন্তর অ্যাসবেস্টসযুক্ত স্কুলগুলো পরিদর্শন করতে হয় এবং তার পরবর্তী মাসগুলোতে পর্যায়ক্রমিক পর্যবেক্ষণ চালিয়ে যেতে হয়।
কিন্তু অডিট অনুযায়ী, ডিওই যেখানে প্রতি বছর গড়ে ৪৮০টি পরিদর্শন করা দরকার ছিল, সেখানে তারা গত তিন বছরে মোট ২০০ থেকে ২৫০টির বেশি পরিদর্শন করতে পারেনি।
আর যেসব স্কুলে তারা গিয়েছিল, সেখানেও প্রয়োজনীয় পরবর্তী ফলো-আপ পরিদর্শন কেবল ২২ শতাংশ ক্ষেত্রেই সম্পন্ন হয়েছে।
এই উদ্বেগজনক প্রবণতা ১৯৯৭ সাল থেকে প্রায় প্রতিটি পরিদর্শন চক্রেই দেখা গেছে, যেখানে গড়ে মাত্র ১১ শতাংশ স্কুলে যথাযথভাবে পরিদর্শন হয়েছে বলে কম্পট্রোলার অফিস জানায়।
ল্যান্ডার বলেন, একজন সাবেক সরকারি স্কুলের অভিভাবক হিসেবে আমি জানি, প্রতিদিন সকালবেলা যখন বাবা-মায়েরা তাঁদের সন্তানদের স্কুলে পাঠান, তাঁরা শহরের ওপর ভরসা করেন । এই কারণেই অ্যাডামস প্রশাসনকে আহ্বান জানান তিনি যেন তারা দ্রুত পদক্ষেপ নেয় এবং নিয়ম মেনে চলে । যাতে কোনো অভিভাবক, শিক্ষক বা কর্মী স্কুলে ঢোকার সময় নিজেদের অসুরক্ষিত মনে না করেন।
এদিকে, ব্রুকলিনে, যেখানে DOE-এর স্কুল সংখ্যা সবচেয়ে বেশি, সেখানে মাত্র ১৩ শতাংশ প্রয়োজনীয় অ্যাসবেস্টস পরিদর্শন হয়েছে। কুইন্সে এই হার ছিল মাত্র ১৬ শতাংশ।
য়েছে।
DOE অডিটে উল্লেখ করা আটটি সুপারিশের সঙ্গে একমত হয়েছে, যার মধ্যে রয়েছে — নতুন পরিদর্শন নীতিমালা, কাস্টোডিয়ানদের জন্য প্রশিক্ষণ বৃদ্ধি এবং রেকর্ড রাখার প্রক্রিয়া উন্নত করা।
ডিপার্টমেন্ট অব এডুকেশনের মুখপাত্র নিকোল ব্রাউনস্টাইন বলেন, নিউ ইয়র্ক সিটি পাবলিক স্কুলস প্রতিদিন আমাদের শিক্ষার্থীদের নিরাপদ, সুরক্ষিত ও সুস্থ রাখার জন্য কাজ করে, এবং আমরা স্কুলগুলোকে অ্যাসবেস্টসমুক্ত রাখার এই প্রচেষ্টা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ ।