Saturday, February 8, 2025

হোয়াইট হাউযে ফিরেই আমূল পরিবর্তনের জন্য প্রস্তুত ট্রাম্প প্রশাসন

Share

জেবি টিভি রিপোর্ট : দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার শুরুতেই আমূল পরিবর্তনের অঙ্গীকার পূরণে কাজ শুরু করতে চান প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্প। একারণেই প্রত্যাশার চেয়েও দ্রুত সময়ের মধ্যে নিজের ক্যাবিনেট ও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন চূড়ান্ত করেছেন তিনি।
এবিসি নিউজকে এসব কথা বলেছেন, ট্রাম্পের ঘনিষ্ঠভাজন হিসেবে পরিচিত টেনেসির রিপাবলিকান সেনেটর বিল হ্যাগার্টি। মিযৌরির রিপাবলিকান সেনেটর এরিক স্মিট জানিয়েছেন, সংস্কারের প্রতিশ্রুতি পূরণকে অগ্রাধিকার দিয়েই ক্যাবিনেটে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প এবং তাদের সেনেটে চূড়ান্ত করার প্রক্রিয়ায় বড় ধরনের কোনো সমস্যা হবে না।

টেনেসির রিপাবলিকান সেনেটর বিল হ্যাগার্টি প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠভাজন ও বিশ্বস্তদের মধ্যে অন্যতম একজন আইনপ্রণেতা। নির্বাচনের আগে-পরে এই রিপাবলিকান সেনেটরকে ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে কাজ করে যাচ্ছেন।

দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউযে ফেরার পথে ট্রাম্প তার প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন দেয়ার কাজ শেষ করেছেন। এবিসি নিউজকে সেনেটর হ্যাগার্টি বলেছেন, মূলত বিশ্বস্ত ব্যক্তিদের দিয়েই নিজের প্রশাসন সাজাতে চান প্রেসিডেন্ট ইলেক্ট। একারনে পছন্দের ব্যক্তিদের মনোনয়ন দিতে পেরে ট্রাম্প খুব ফুরফুরে ও খোশমেজাজে রয়েছেন বলে জানান এই রিপাবলিকান সেনেটর।

সেনেটর হ্যাগার্টি জানিয়েছেন, নির্বাচনে দেশের মানুষের জন্য আমূল পরিবর্তন আনার যে ম্যান্ডেট নিয়ে হোয়াইট হাউযে ফিরতে যাচ্ছেন ট্রাম্প সেটি করে দেখাতে মরিয়া। একারণেই প্রত্যাশার চেয়েও দ্রুত সময়ে নিজের ক্যাবিনেটে ও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে মনোনয়নের কাজ শেষ করেছেন প্রেসিডেন্ট ইলেক্ট।

অর্থনীতি ও সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যে অবস্থানে অ্যামেরিকাকে দেশের মানুষ দেখার প্রত্যাশা করে সেই প্রত্যাশা পূরণেই নতুন প্রশাসন কাজ করবে বলেও জানান টেনেসির এই রিপাবলিকান সেনেটর।

মিযৌরির রিপাবলিকান সেনেটর এরিক স্মিট এনবিসি নিউজকে বলেছেন, দেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় এবং ঐতিহাসিক এক জয়ের মধ্য দিয়ে ডনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন ঘটেছে। পরিবর্তনের যে আকাঙ্ক্ষা নিয়ে দেশের মানুষ ট্রাম্পকে নির্বাচিত করেছে ঐক্যবদ্ধ থেকেই নতুন প্রশাসন সেই প্রত্যাশা পূরণে কাজ করবে বলে জানান তিনি।

এটর্নি জেনারেল পদে ট্রাম্পের মনোনয়ন পেয়েও ম্যাট গেইটযের নিজেকে প্রত্যাহার করে নেয়া এবং পরবর্তীতে প্যাম বন্ডিকে মনোনীত করার বিষয়েও কথা বলেছেন মিযৌরির রিপাবলিকান এই সেনেটর। তিনি জানান ম্যাট গেইটযের ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে।

ম্যাট গেইটযের পরিবর্তে ফ্লোরিডার এটর্নি জেনারেল প্যাম বন্ডিকে বেছে নেয়ার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে সেনেটর স্মিট বলেন, এটর্নি জেনারেল পদের জন্য অভিজ্ঞতা ও যোগ্যতা দুটোই প্যাম বন্ডির আছে।

আরও পড়ুন

আরও সংবাদ