Saturday, February 8, 2025

হামাসের হাতে জিম্মিদের মুক্তির দাবিতে নিউ ইয়র্ক সিটিতে সমাবেশ

Share

জেবি টিভি রিপোর্ট : জিম্মিদের নিয়ে নতুন একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। শনিবার প্রকাশিত এই ভিডিওতে ইযরায়েলি-অ্যামেরিকান এক নাগরিককে সুস্থ অবস্থায় দেখা গেছে। ভিডিওটি দেখার পর তার পরিবারের মাঝে সন্তানকে ফিরে পাবার আশার আলো দেখা গেলেও একে অপপ্রচারমূলক ভিডিও বলে দাবি করছেন তারা।
এ অবস্থায় জিম্মিদের সুস্থভাবে মুক্তির দাবিতে, রোববার নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় জিম্মিদের পরিবারসহ অন্যরা। ভিডিওটিতে ইযরায়েলি-অ্যামেরিকান ওই বন্দী সমস্ত জিম্মিদের মুক্তির জন্য প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে, শনিবার ইযরায়েলের রাজধানী তেল আবিবে জিম্মি মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে হাজারো

হামাসের হাতে বন্দী জিম্মিদের সুস্থভাবে ফিরিয়ে দিতে এক বছরেরও বেশি সময় ধরে প্রতি রোববার সেন্টাল পার্কে জড়ো হয় এসব মানুষ। সমাবেশ আর বিক্ষোভের মধ্য দিয়ে স্বজনদের ফিরে পাওয়ার আকুতি জানান তারা।

আর এবার এই আহ্বান আরো জোরালো হয়েছে শনিবার হামাসের একটি ভিডিও প্রকাশের পর। সেখানে ইযরায়েলি অ্যামেরিকান ২০ বছর বয়সি আইডিএফ সেনা ইডান আলেকজান্ডারের ছবি দেখার পর। ইডান মূলত নিউ জার্সির টেনেফ্লাইর বাসিন্দা। একজন ভালো সাতারু, নিক্স ফ্যান এবং বয়স্কাউটের সদস্য ছিলেন। হাইস্কুল পাশ করার পর ইযরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেন তিনি।

ভিডিওটিতে দিনক্ষণ বা তারিখের কোন উল্লেখ নেই। এ অবস্থায় ভিডিওটি হামাসের অপপ্রচারমূলক ভিডিও বলে জানিয়েছে ইডনের বাবা আদি আলেকজান্ডার। তিনি জানান, এক বছরেও বেশি সময় ধরে ছেলেকে দেখেন না তিনি ও তার পরিবার।

তবে ভিডিওতে ছেলেকে কিছুটা ফ্যাকাসে মনে হলেও সে বেঁচে আছে এটাই অনেক বড় পাওয়া বলে জানান আদি অ্যালেকজান্ডার।

এদিকে, ভিডিওটিতে দেখা গেছে ইডান, প্রেসিডেন্ট জো বাইডেন এবং নব নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে জিম্মিদের সুস্থভাবে মুক্তি দেয়ার দাবি জানান। জিম্মি মুক্তির জন্য ইযরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে হামাসের একটি চুক্তির জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

অ্যামেরিকার সাত নাগরিকসহ ১০১ জন এখনো হামাসের হাতে জিম্মি রয়েছে। ইডানের মতো লং আইল্যান্ডের বাসিন্দা ইযরায়েলি-অ্যামেরিকান আমির নিউট্রাও বন্দী আছে হামাসের হাতে। আমিরের বাবাও সন্তানকে সুস্থভাবে ফিরিয়ে দেয়ার অনুরোধ জানান।

এদিকে,শনিবার তেল আবিবে জিম্মি মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। এসময় ইডানের মা ইয়েল অ্যালেকজান্ডার বলেন, ছেলেকে জীবিত অবস্থায় ফিরিয়ে আনে সব কিছু করবেন তারা।।

জেরুজালেমে ইযরায়েলের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইডানের মা। ৪২২ দিন ধরে তার ছেলে বন্দী অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন তিনি।

হোয়াইট হাউযের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাজার জ্যাক সুলেভন সংবাদমাধ্যমে জানিয়েছেন, চলতি সপ্তাহে ইডানসহ জিম্মি থাকা সব অ্যামেরিকান নাগরিকদের পরিবারে ও স্বজনদের সঙ্গে কথা বলছেন তিনি। তিনি বলেছেন, হাসাস যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে।

একদিকে ইযরায়েলিরা বিক্ষোভ করছে জিম্মি মুক্তির দাবিতে অন্যদিকে গাযাবাসী লম্বা লাইনে দাড়িয়েছে একটু খাবারের আশায়।

আরও পড়ুন

আরও সংবাদ