জেবি টিভি রিপোর্ট : নিউইয়র্ক সিটির সাবওয়েতে আবারো এক নারী যাত্রীর হামলা ঘটনা ঘটেছে।
গত বুধবার (২৯শে জানুয়ারি) নিউ ইয়র্ক সিটির ম্যানহ্যাটনের এক সাবওয়ে স্টেশনে কাঁচের বোতল দিয়ে এক নারীর উপর হামলার ঘটনা ঘটেছে।
ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্ট বা আইসের নেতৃত্বে অবৈধ এবং অপরাধী ধরপাকড়ের জন্য যখন প্রায় সব জায়গায়ই আইন প্রয়োগকারী সদস্যগণ উপস্থিত, ঠিক এমন পরিস্থিতিতে নারীর উপর এমন হামলা হলো।
নিউ ইয়র্ক পুলিশও এই হামলার কথা স্বীকার করেছেন। ৫৯ স্ট্রিট-লেক্সিংটন অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে।
৩৯ বছর বয়সী ওই নারী সাবওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। তখন এক অজ্ঞাত ব্যক্তি তার মাথায় কাঁচের বোতল দিয়ে আঘাত করে। আহত নারীকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই আক্রমণের কারণে ঐ ভুক্তভোগী নারীর শারীরিক অবস্থার ঠিক কতটা ক্ষতি হয়েছে বা আঘাত কতটা গুরুতর পুলিশ তা না জানালেও তারা জানিয়েছে যে ভুক্তভোগীর বেঁচে থাকার আশা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে যে তদন্ত চলমান তবে এখনও পর্যন্ত কোন ব্যক্তিকে গ্রেপ্তার করা যায়নি।