সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসা প্রায় দেড় কোটি টাকার ভারতীয় বিড়ি-সিগারেট ধ্বংস করেছে বাংলাদেশ বর্ডার গার্ড।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল ৪৬ বিজিবির সদর দপ্তরে এসব অবৈধ বিড়ি-সিগারেট ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া, সিলেট কাস্টমসের উপ-কমিশনার প্রভাত কুমার সিংহ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু, ৪৬ বিজিবি ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিজিবি জানায়, ২০২২ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ৯ ডিসেম্বর পর্যন্ত এসব অবৈধ সামগ্রী জব্দ করা হয়। জব্দ এসব সাগ্রমীর মধ্যে প্রায় ৬৮ লাখ ভারতীয় নাসির পাতা বিড়ি এবং ৩৩ হাজার ৬০০ ভারতীয় সিগারেট রয়েছে। এসব বিড়ির বাজার মূল্য প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকা এবং সিগারেটের মূল্য প্রায় ২ লাখ ৯৬ হাজার টাকা। সবশেষ বৃহস্পতিবার জব্দ হওয়া এসব অবৈধ বিড়ি-সিগারেট ধ্বংস করা হয়েছে।
৪৬ বিজিবি ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ হওয়া এসব বিড়ি-সিগারেট ধ্বংস করা হয়েছে। ২০২২ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ৯ ডিসেম্বর পর্যন্ত এসব অবৈধ সামগ্রী জব্দ করা হয়।