জেবি টিভি রিপোর্ট : সীমান্তে ১০ হাজার মেক্সিকান সেনা মোতায়েনে সম্মত হওয়ায় মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এছাড়া সমঝোতায় আমেরিকা থেকে মেক্সিকোতে উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্রের চালান বন্ধে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ডনাল্ড ট্রাম্প।
ট্রাম্প প্রশাসনের বিতর্কিত শুল্ক কমপক্ষে এক মাসের জন্য এড়াতে পেরেছে মেক্সিকো। সোমবার এক ফোনালাপে ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পর সংবাদ সম্মেলনে এই সুখবর দেন, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবম।
শেইনবম বলেন, “ আমেরিকা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে আমার একটি ভালো আলোচনা হয়েছে। তিনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি কতক্ষণ শুল্ক স্থগিত রাখতে চাই? আমি বলেছি, ‘চিরতরে।’ তিনি আমাকে বললেন, ‘কত সময়?’ আমি তাকে বললাম, ‘এক মাস।’ আমি নিশ্চিত এই এক মাসের মধ্যে অ্যামেরিকা এবং মেক্সিকোর মানুষের জন্য ভাল ফলাফল দিতে সক্ষম হব আমরা।”
শেইনবম আরও বলেন, ‘আমরা একটি চুক্তিতে পৌঁছেছি, সেই অনুযায়ী- সীমান্ত সুরক্ষিত করতে এবং মেক্সিকো থেকে আমেরিকায় মাদক পাচার, বিশেষ কোরে ফেন্টানল পাচার রোধে আমরা আরও ন্যাশনাল গার্ড মোতায়েন করবো। কিন্তু আমি তাকে এটাও বলেছি যে, বিপুল পরিমাণে আমেরিকা থেকে মেক্সিকোতে প্রবেশ করা উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্র, আমাদের জন্য একটি গুরুতর সমস্যা।’
পরে হোয়াইট হাউযের ওভাল অফিসে কয়েকটি নির্বাহী আদেশে সই করার সময় এ নিয়ে কথা বলেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সীমান্তে যথাযথ ভূমিকা পালন না করলে, মেক্সিকোকে শাস্তি পেতে হবে বলেও সতর্ক করেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, মেক্সিকো অ্যামেরিকায় আর ফেন্টানল ঢুকতে দেবে না। চায়নাও এ বিষয়ে পদক্ষেপ নেবে বলে আশা করেন তিনি।
এর আগে, গত শনিবার মেক্সিকো থেকে আমদানি করা প্রায় সব পণ্যে, ২৫ শতাংশ শুল্ক আরোপের জন্য নির্বাহী আদেশ দেন ট্রাম্প। যা মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবমও অ্যামেরিকার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।