Saturday, February 8, 2025

মাউশি-নায়েমের ডিজি প্রত্যাহারের দাবিতে শিক্ষা ভবন ঘেরাও

Share

সদ্য নিয়োগ পাওয়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. এহতেসাম উল হক ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক পদে ড. জুলফিকার হায়দারকে প্রত্যাহারের দাবিতে শিক্ষা ভবন ঘেরাও করেছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আব্দুল গনি রোডে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মূল ভবনের সামনে শতাধিক শিক্ষক-কর্মচারীরা এ দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে শিক্ষকরাও এতে যোগ দেন। তারা মূল ভবনের সামনে গিয়ে ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের কর্মসূচি ঘিরে শিক্ষা ভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিক্ষক-কর্মচারীরা অভিযোগ করে বলেন, মাউশির ডিজি পদে আওয়ামী লীগপন্থি অধ্যাপক ড. এহতেসাম উল হককে পদায়ন করা হয়েছে। বর্তমান শিক্ষাসচিব আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করেছে। অবিলম্বে আওয়ামীপন্থি মাউশির মহাপরিচালকের পদত্যাগ করতে হবে।

তারা বলেন, মাউশির ডিজি অধ্যাপক এহতেসাম উল হক বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠ অনুচর হিসেবে সর্বমহলে পরিচিত। তার হাত ধরেই বরিশাল বিএম কলেজের রসায়ন বিভাগ থেকে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পান অধ্যাপক এহতেসাম উল হক। আওয়ামী বলয়ের প্রভাবশালী অধ্যক্ষ হওয়ায় ক্ষমতার দাপটে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, অর্থ লোপাট, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহারসহ বিস্তর অভিযোগে ৫ আগস্টের পরে অধ্যক্ষ পদ থেকে প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা ধারাবাহিক আন্দোলন করেন। শিক্ষাসচিবকে লিখিত অভিযোগও দেন। এরপর তাকে অধ্যক্ষ পদ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। আওয়ামী ঘনিষ্ঠ অনুচর ও বিতর্কিত শিক্ষা ক্যাডারের এ কর্মকর্তা কীভাবে মাউশির ডিজির পদে আসীন হয়, তা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটসহ শিক্ষার্থী এবং সুশীল সমাজের কারো বোধগম্য নয়।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকরা জানান, শিক্ষা প্রশাসনে পদায়নের ক্ষেত্রে আওয়ামী লীগের সুবিধাভোগীদের দাপট এখনো কমেনি। বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে শিক্ষার্থীদের ক্রমাগত চাপের মুখে আওয়ামী ভিসি এবং সরকারি কলেজের অধ্যক্ষ পরিবর্তন পর তাদের আবারও ডেকে এনে পুনর্বহাল করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সিন্ডিকেটের প্রত্যক্ষ সহযোগী আওয়ামী সুবিধাভোগী এসব কর্মকর্তাদের পুনর্বহাল এবং গুরুত্বপূর্ণ পদগুলোতে পদায়ন করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় এখনো আওয়ামীবলয় মুক্ত হয়নি। যার প্রমাণ মাউশির ডিজি পদে আওয়ামীকরণ।

বিক্ষোভ মিছিল ও ঘেরাও কর্মসূচিতে উপস্থিত রয়েছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সহকারী মহাসচিব অধ্যাপক বদরূল ইসলাম, সংগঠনের শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ আলীবদ্দীন ও যুগ্ম-মহাসচিব আব্দুল হাকিমসহ বিভিন্ন স্কুল-কলেজ শিক্ষকরা।

আরও পড়ুন

আরও সংবাদ