জেবি টিভি রিপোর্ট : নিউ ইয়র্কে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে ‘নিউ ইয়র্ক ফ্যাশন উইক’। নারীদের পোশাক তৈরির বেশ কয়েকটি বিলাসবহুল ব্র্যান্ডের অংশগ্রহণে আগামী ৬ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই শো।
একটা বড় বিরতির পর এবারের ফ্যাশন উইকে আবারও ফিরে এসেছে কেলভিন ক্লেইনের মতো বিখ্যাত ব্র্যান্ড। সঙ্গে আছেন ক্রিস্টোফার জন রজার্স ও নর্মা কামালির মতো ফ্যাশন ডিজাইনাররাও।
‘নিউ ইয়র্ক ফ্যাশন উইক’ – বিশ্বের নামী-দামী ডিজাইনার, ব্র্যান্ড, ও মডেলদের এক মিলনমেলা। বৃহস্পতিবার নিউ ইয়র্কের ম্যানহাটনে শুরু হতে যাচ্ছে দেশি-বিদেশি ফ্যাশনপ্রেমীদের প্রিয় এই আয়োজন।
ফ্যাশন উইক মানেই, ব্র্যান্ড ও ডিজাইনারদের নতুনত্বের প্রদর্শন, ব্যাকস্টেজে মডেলদের মেক-আপ ও প্রস্তুতি, আর র্যাম্পের সামনের সারিতে তারকাদের উপস্থিতি।
প্রতিবারের মতো এবারও প্রস্তুতিতে কোন কমতি নেই ‘নিউ ইয়র্ক ফ্যাশন উইক’ ঘিরে। এছাড়া দীর্ঘ দিন পর নতুন ক্রিয়েটিভ ডিরেক্টর ভেরোনিকা লিওনির অধীনে, আবারও আয়োজনে অংশ নিতে যাচ্ছে ‘কেলভিন ক্লেইন কালেকশন’।
ব্র্যান্ডটিকে পুনরায় ফ্যাশন উইকে নিয়ে আসায়, ভেরোনিকা লিওনি এখন নতুন করে আলোচনায় এসেছেন।
এছাড়া, বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ক্রিস্টোফার জন রজার্স ও নর্মা কামালিকে আবারও ফ্যাশন উইকে দেখাটাও একটা দারুণ বিষয় বলে মনে করছেন বিশ্লেষকরা।
সম্প্রতি নিউ ইয়র্কের ডিজাইনাররাই বেশি মনোযোগ পাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এবারের ফ্যাশন উইক অনেক বেশি চমক নিয়ে আসতে যাচ্ছে বলে আশাবাদী বিশ্লেষকরা।
নতুন ডিজাইনের পোশাকে, মডেলদের পাশাপাশি, সামনের সারিতে বসে থাকা সেলিব্রিটিরাও কখনও কখনও ক্যাটওয়াক করেন র্যাম্পে।