জেবি টিভি রিপোর্ট : আগামী জুনের মধ্যে নিউইয়র্ক সিটির ১৩ টি জরুরী অভিবাসী আশ্রয়কেন্দ্র বন্ধ করা হচ্ছে । এর বিপরীতে নথিপত্র বিহীন অভিবাসীদের আশ্রয়ে ব্রঙ্কসে নতুন আশ্রয়কেন্দ্র খোলা হবে বলে জানিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। শুক্রবার এমন তথ্য দিয়েছেন তিনি।
মেয়র বলছেন, অভিবাসীদের ঢল ঠেকাতে যুক্তরাষ্ট্রের সীমান্ত এলাকাগুলোতে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এর ফলে নিউইয়র্ক সিটিতে অভিবাসীদের আগমনের হার উল্লেখযোগ্য হারে কমেছে। এ কারনে এই আশ্রয় কেন্দ্রগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২৫টি আশ্রয়কেন্দ্র বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছিল, যার মধ্যে রয়েছে ফ্লয়েড বেনেট ফিল্ড এবং র্যান্ডালস আইল্যান্ড। ব্রঙ্কসে আশ্রয় কেন্দ্রটি ব্রুকনার বুলেভার্ডে খোলা হবে এবং এতে ২ হাজার একক পুরুষ থাকার ব্যবস্থা থাকবে।
মেয়র এরিক অ্যাডামস বলেন, আমরা যে অতিরিক্ত বন্ধের ঘোষণা দিচ্ছি তা আমাদের চলমান উন্নতির আরেকটি উদাহরণ এবং মানবিক প্রচেষ্টার সাফল্যের প্রমাণ। এখানে যে অভিবাসী আসুক না কেন তাদের স্বনির্ভর হতে সাহায্য করার জন্য আমাদের সবোর্চ্চ চেষ্টা থাকবে এবং একই সঙ্গে করদাতাদের অর্থ সাশ্রয়ের সুযোগ খুঁজব ।
এদিকে এ বছরের জুনে যেসব আশ্রয়কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাবে সেগুলো হলো , ব্রুকলিনের হল স্ট্রিট হিউম্যানিটেরিয়ান ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড রিলিফ সেন্টার, হলিডে ইন এক্সপ্রেস, দ্য ভাইব বিইকে, ম্যানহাটনের
৯৯ ওয়াশিংটন হিউম্যানিটেরিয়ান ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড রিলিফ সেন্টার, দ্য স্টুয়ার্ট হিউম্যানিটেরিয়ান ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড রিলিফ সেন্টার, দ্য ওয়াটসন হিউম্যানিটেরিয়ান ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড রিলিফ সেন্টার, কুইন্সের
হোটেল নেদিয়া, হলিডে ইন/স্ট্যাটেন আইল্যান্ড ইন, স্ট্যাটেন আইল্যান্ড এবং রামাদা। তবে তিনটি স্থানের নাম এখনও ঘোষণা করা হয়নি।