Friday, February 7, 2025

পাকিস্তান-মালিকানাধীন হোটেলকে ২৬শ কোটি ডলার দিলো নিউইয়র্ক সিটি

Share

জেবি টিভি রিপোর্ট : নিউইয়র্ক পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)-এর মালিকানাধীন রুজভেল্ট হোটেল ভাড়া নেয়ার জন্য ২ হাজার ৬৪০ কোটি ডলার বরাদ্দ দিয়েছে সিটি কর্তৃপক্ষ। পিআইএ পাকিস্তান সরকারের একটি সংস্থা । ম্যানহাটনের সুপরিচিত এ হোটেলটি তিন বছরের জন্য এই চুক্তির আওতায় ১ হাজার ২০০ এরও বেশি রুমে বসবাস করবে সিটিতে আগত অনথিভুক্ত অভিবাসীরা।

নিউইয়র্ক সিটির এমন সিদ্ধান্তে পাকিস্তান সরকারের আয় বাড়লেও বৈধ ইমিগ্রেন্টরা বলছেন, তাদের দেয়া করের অর্থ অপব্যবহার করছে সিটি মেয়র এরিক অ্যাডামস । এরই মধ্যে এই চুক্তি তীব্র সমালোচনার মুখে পড়েছে।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতা বিবেক রামাস্বামীর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসন্তোষ প্রকাশ করে বলেন, অবৈধ অভিবাসীদের জন্য করদাতা-অর্থায়িত হোটেলটি পাকিস্তান সরকারের মালিকানাধীন। অর্থাৎ নিউইয়র্ক সিটির করদাতারা কার্যত আমাদের দেশের অভ্যন্তরে অবৈধদের আশ্রয় দিতে একটি বিদেশি সরকারকে অর্থ প্রদান করছে। এটি পুরোপুরি পাগলামি।

আরেকজন জানান , নিউইয়র্ক সিটি ম্যানহাটনে পুরো রুজভেল্ট হোটেল ভাড়া নিতে ২২০ মিলিয়ন ডলার দেয়ার এ সিদ্ধান্ত অযৌক্তিক যা অবৈধ অভিবাসীদের থাকার জন্য ব্যবহার করা হবে। হোটেলটি পাকিস্তান সরকারের মালিকানাধীন এবং এই চুক্তি ১.১ বিলিয়ন ডলারের আইএমএফ বেইলআউট প্যাকেজের অংশ যা পাকিস্তানকে তাদের আন্তর্জাতিক ঋণ খেলাপি হওয়া এড়াতে সহায়তা করার জন্য করা হয়েছে।”

এদিকে , সাবেক মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের নামে নামকরণ করা উনিশ তলা বিশিষ্ট এই হোটেলটি দীর্ঘদিন ধরে ম্যানহাটনের একটি ঐতিহাসিক প্রতীক হিসেবে পরিচিত। জানা যায় এই হোটেলটি ২০২০ সালে করোনা মহামারির সময় বন্ধ হয়ে যায়। কারণ হোটেলটিতে পর্যায়ক্রমে কম বুকিং এবং পরিচালনাগত সংস্কারের ঘাটতি ছিল। এ বছরের শুরুর দিকে নিউইয়র্ক সিটি অভিবাসীদের থাকার জন্য চুক্তি স্বাক্ষর করলে এটি পুনরায় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন

আরও সংবাদ