জেবিটিভি রিপোট: গাজার মতো অধিকৃত পশ্চিম তীরকেও ধ্বংসস্তূপে পরিণত করতে চাইছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। বুধবার (৮ জানুয়ারি) এক সম্পাদকীয়তে ইসরায়েলি দৈনিক হারেৎজ এমনটাই বলছে।
ইসরায়েলের গণহত্যার কারণে পশ্চিম তীরজুড়ে উত্তেজনা বাড়ছেই। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে প্রায় ৪৬ হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েলিরা, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দখলকৃত পশ্চিম তীরের ভূখণ্ডেও ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এ পর্যন্ত অন্তত ৮৪৪ ফিলিস্তিনি নিহত এবং ৬ হাজার ৭০০ জনেরও বেশি আহত হয়েছেন।
দৈনিক হারেৎজ বলছে, বেশিরভাগ ইসরায়েলি ৭ অক্টোবরকে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে দেখলেও ডানপন্থিদের কেউ কেউ এটাকে একটি সুযোগ হিসেবে দেখছেন।
অধিকৃত ভূখণ্ডে বন্দুক হামলায় তিন অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত হওয়ার পরপরই গত সোমবার নেতানিয়াহু পশ্চিম তীরে ধারাবাহিক সামরিক পদক্ষেপের অনুমোদন দেন। তার অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরের জেনিন ও নাবলুস শহর ধ্বংস করার আহ্বান জানিয়েছেন, যেমনটি ঘটেছে উত্তর গাজার জাবালিয়ায়।
সোমবারের হামলার প্রতিশোধ নিতে অবৈধ বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে ফিলিস্তিনের বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছে। দখলকৃত অঞ্চলে গাড়ি ও সম্পত্তিতে আগুন ধরিয়ে দিয়েছে।
হারেৎজ বলছে, পশ্চিম তীরের ইসরায়েলি বসতি স্থাপনকারীরা গাজায় কী ঘটছে, তা দেখছে এবং ঈর্ষায় ফুঁসছে। অবৈধ বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে ধ্বংসাত্মক সামরিক অভিযান চালানোর জন্য প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজকে আহ্বানও জানিয়েছে।
নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্যরা আভিচে বুয়ারন মঙ্গলবার এক রেডিও সাক্ষাৎকারে ফিলিস্তিনি কর্তৃপক্ষকেও ‘নিরস্ত্র’ করার আহ্বান জানিয়েছে।
হারেৎজ বলছে, অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি বাসিন্দাদের বহিষ্কার এবং বাড়িঘর ও অবকাঠামো ধ্বংস করার জন্য ‘সন্ত্রাসবাদ নির্মূলের’ আহ্বান জানাতে চায়। তাদের উদ্দেশ্য অধিকৃত ভূখণ্ডে বৃহত্তর ইসরাইল বর্ণবাদ চাপিয়ে দেওয়া। যদি তারা সফল হয়, তাহলে তারা এ অঞ্চলে ভবিষ্যতে দ্বি-রাষ্ট্রীয় সমাধান ও টেকসই জীবনের সম্ভাবনার অবসান ঘটাবে।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের কয়েক দশক ধরে দখলকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের বিদ্যমান সমস্ত বসতি খালি করার দাবি জানায়।