Saturday, February 8, 2025

নিউইয়র্কবাসী ট্রাশ বিন আইন মেনে চলছে কিনা তা ড্রোন দিয়ে নজরদারি করবে সিটি

Share

মহরম আলী : ইদুঁরের উৎপাত কমাতে আইন করে ট্র্যাশ বিন ব্যবহার চালু করেছে নিউইয়র্ক সিটি । জরিমানা এড়াতে এরই মধ্যে লাখো নিউইয়র্কার নতুন ট্র্যাশ বিন কিনেছেন। এতে করে এখন শহরের ব্যস্ত সড়ক ও ফুটপাথগুলোতে যেসব বড় বড় কালো গার্বেজ ব্যাগ দেখা যেত, সেগুলো শিগগিরি অদৃশ্য হয়ে যাচ্ছে ।
যদিও এতেও সন্তুষ্ট নয় সিটির স্যানিটেশন বিভাগ । জানিয়েছে, তারা ড্রোন দিয়ে আবর্জনা ব্যবস্থাপনার কথা বিবেচনা করছে।
স্যানিটেশন বিভাগের মুখপাত্র জোশুয়া গুডম্যান বলেন, কীভাবে ময়লা-আবর্জনাগুলো সিটির যত্রতত্র না ফেলে সময়ের আগেই স্যানিটেশন কর্মীরা যে আবর্জনা তুলে নিয়ে যায় তার নজরদারির জন্য পথ খুজঁছেন তারা । তারা বলেন , এরই ধারাবাহিকতায় নানান পদ্ধতির মত ড্রোন ব্যবহারও তাদের তালিকায় আসবে। তিনি জানান, এ উদ্যোগ বাস্তবায়িত হলে প্রায় সর্বক্ষনই এ কাজে দৃষ্টি রাখা সম্ভব হবে।

যদিও সিটির নাগরিকরা এরই মধ্যো তাদের ব্যক্তি স্বাধীনতা নিয়ে উদ্বেগ দেখিয়েছে ।

এদিকে, সিটিতে ট্রাশ বিন আইন বাস্তবায়নে নজরদারি বাড়াতে ড্রোন ব্যবহারকে মেয়র এরিক এডামস-এর নতুন নতুন প্রযুক্তি অংশ হিসাবে স্বাগত জানিয়েছেন।

জানানো হয়েছে, গেল বছর প্রথম নয় মাসে এনওয়াইপিডি ড্রোন ব্যবহার করে প্রায় ২ হাজার ৮শ টির মত নানান পর্যবেক্ষন করেছে এবং উল্লেখ করার মত সফলতাও পেয়েছে।

গুডম্যান আরো বলেছেন, ময়লার অতিরিক্ত ট্র্যাশ বিন, লিটার বিন এবং যারা জাল লাইসেন্স প্লেট সহ বা এমনকি লাইসেন্স প্লেট বিহীন গাড়ী রাস্তায় ফেলে রাখে তাদের নজরদারীতেও ড্রোন কার্যকর হাতিয়ার হতে পারে।

তিনি আরো যোগ করেন,“প্রতিদিন একই রাস্তায় আবর্জনা থাকলে কেমন লাগে? “প্রতিদিন একই ব্লকে যখন একটি ভুতুড়ে গাড়ি পার্ক করা থাকে তখন কেমন লাগে?”।

যদিও ড্রোন ব্যবহার করে আবর্জনা ব্যবস্থাপনার ধারনাটি সিটি’র প্রযুক্তি তদারকি প্রকল্প/ষ্টপ-এর নির্বাহী পরিচালক অ্যালবার্ট ফক্স এর ভালো লাগেনি।
তবে মিস্টার ফক্স এও বলেছেন, আমরা দেখেছি স্যানিটেশন বিভাগ নানান নজরদারি ব্যবহার করে, বিশেষ করে শেষ কমিশনারের অধীনে, নানান সফলতা পেয়েছেন।
অন্য দিকে মিস্টার গুডম্যানের মতে, স্যানিটেশন বিভাগ রাস্তাঘাটের তুষারপাত এবং স্যানিটেশন বিভাগের যানবাহন এবং অবকাঠামো পরিদর্শনে ড্রোন আদৌ সহায়তা করতে পারে কিনা তাও খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, নিউ ইয়র্ক পুলিশ ছাড়াও স্টেট এবং সিটির অন্যান্য সংস্থাগুলিও সাম্প্রতিক বছরগুলিতে ড্রোন ব্যবহার বাড়িয়েছে। যার মধ্যে ফায়ার ডিপার্টমেন্টের সফলতা উল্লেখযোগ্য।

আরও পড়ুন

আরও সংবাদ