joybangladesh.tv
Saturday, December 13, 2025

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিবিড় ভাবে কাজ করতে চান নিউ ইয়র্ক সিটির মেয়র

Share

জেবি টিভি রিপোর্ট: সদ্য নিবার্চিত প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা ও কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক মেয়র এরিক অ্যাডামস। মঙ্গলবার সিটি হলে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে ট্রাম্প প্রশাসন সম্পর্কে বেশ নরম সুরেই কথা বলেন তিনি।
এছাড়া ট্রাম্পের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনাকারীদের প্রতি উষ্মাও প্রকাশ করেন মেয়র। এসময় সিটি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়ে খুব একটা গুরুত্ব না দিয়ে অপরাধ কমছে দাবি করেন অ্যাডামস।

ডোনাল্ড ট্রাম্প মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে আনা অভিযোগকে তুচ্ছ ও প্রেসিডেন্ট জো বাইডেনের জাস্টিস ডিপার্টমেন্টের রাজনৈতিক নিপীড়নের লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন। আর শুরু থেকেই ট্রাম্প প্রশাসনের বিষয়ে নরম সুরে কথা বলে গেছেন ডেমোক্র্যাটিক মেয়র এরিক অ্যাডামস। যা দলের অন্য নেতাদের তুলনায় ব্যতিক্রম। অনেকেই মনে করছেন মেয়র অ্যাডামস হয়তো তার আইনি সমস্যাগুলোর সমাধানে আসন্ন প্রেসিডেন্টের সহায়তা পাওয়ার চেষ্টা করছেন।

এরিক অ্যাডামসের সংবাদ সম্মেলন একই আলোচনার জন্ম দেয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে একত্র কাজ করবেন তিনি। ট্রাম্পের বিতর্কিত ক্যাবিনেট নিয়োগ যেমন টিকা-বিরোধী রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে সেক্রেটারি অফ হেলথ এবং ফক্স নিউজের সাবেক ব্যক্তিত্ব পিট হেগসেথকে সেক্রেটারি অফ ডিফেন্স পদে মনোনীত করা নিয়ে সমালোচনার প্রতি তার অসন্তোষ প্রকাশ করেন।

এছাড়া সীমান্ত, জীবনযাত্রার ব্যয় এবং নিউ ইয়র্ক সিটির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করতে নতুন প্রশাসনের আলোচনায় বসার আগ্রহের কথাও বলেন এরিক অ্যাডামস।

থ্যাংকসগিভিং ডে প্যারেড সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের উপর গুরুত্ব দেন মেয়র। তিনি দাবি করেন, গত ১০ মাসে সিটি ও সবওয়েতে অপরাধ কমেছে। তবে সম্প্রতি সিটিতে ঘটে যাওয়া বেশ কয়েকটি অপরাধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নতুন করে জনবল নিয়োগ দেয়ার কথা উল্লেখ করা ছাড়া খুব একটা জোরালো ছিলেন না মেয়র অ্যাডামস।

আরও পড়ুন

আরও সংবাদ