Saturday, February 8, 2025

ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ৬ জানুয়ারির মামলা খারিজ

Share

জেবি টিভি রিপোর্ট : প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে, নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টার ফেডারেল মামলা খারিজ করে দিয়েছে আদালত। স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ওয়াশিংটন ডিসির ফেডারেল ডিসট্রিক্ট জাজ তানিয়া চাটক্যান এ আদেশ দেন। এর কয়েক ঘণ্টা আগে আবেদনটি দায়ের করেন জ্যাক স্মিথ।
২০২০ সালের নির্বাচনের ফলাফল উল্টে দেয়ার চেষ্টা এবং ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় গত বছরের অগাস্টে এই মামলায় অভিযুক্ত করা হয় ট্রাম্পকে। এটি ৬ জানুয়ারির মামলা নামে পরিচিত। ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চুয়াং, মামলাটি খারিজ হওয়াকে আইনের শাসনের জন্য একটি বিজয় হিসেবে অভিহিত করেছেন।

২০২০ সালের নির্বাচনের ফলাফল উল্টে দেয়ার চেষ্টা এবং ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায়- গত বছরের অগাস্টে এই মামলায় ৪টি অভিযোগ আনা হয় ট্রাম্পের বিরুদ্ধে।

আদালতে দায়ের করা মামলা খারিজের আবেদনে স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথ লিখেন- ট্রাম্পের অপরাধের বিষয়ে সরকারের অবস্থান পরিবর্তন হয়নি। তবে ট্রাম্পের নির্বাচন দুটি মৌলিক জাতীয় স্বার্থকে পরস্পরবিরোধী করে তুলেছে।

দেশের ইতিহাসে জাস্টিস ডিপার্টমেন্টকে কখনোই এমন পরিস্থিতিতে পরস্থিতিতে পড়তে হয়নি। ডিওজের বিবেচনায়- ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিচারের বিষয়ে সংবিধানের নিষেধাজ্ঞাগুলো বর্তমান পরিস্থিতিতে প্রযোজ্য এবং সংবিধান অনুযায়ী- অভিযুক্তের শপথ নেয়ার আগেই তার বিরুদ্ধে এই বিচারিক কার্যক্রম বাতিল করা উচিত।

স্মিথ তার ছয় পৃষ্ঠার আবেদনে বলেন, ‘এ নিয়ে ট্রাম্পের আইনজীবীদের সঙ্গে আলোচনা করেছি। এতে তাদের কোনো আপত্তি নেই।’

জ্যাক স্মিথের আবেদনের কয়েক ঘণ্টা পরই তা মঞ্জুর করেন ওয়াশিংটন ডিসির ফেডারেল ডিসট্রিক্ট জাজ তানিয়া চাটক্যান। ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান এবং ৬ জানুয়ারির ঘটনায় গঠিত হাউয সিলেক্ট কমিটির সাবেক সদস্য যো লফগ্রিন বলেছেন, তিনি জানতেন মামলাটি আর চলবে না। লফগ্রিন বলেন, ‘সেনেটর শীর্ষ রিপাবলিকানরা বলেছিলেন ট্রাম্পের কর্মকাণ্ডের জন্য তার বিচার হওয়া উচিত।’ ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান ড্যান গোল্ডম্যান বলেন, ‘এটি ন্যায়বিচারের জন্য লজ্জা।’ আইন বিশ্লেষক জেসিকা লেভিনসন বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষে নতুন কোরে মামলা দায়েরের সুযোগ থাকলেও, সেই সম্ভাবনা খুবই কম।’

 

আরও পড়ুন

আরও সংবাদ