জেবি টিভি রিপোর্ট : জুলাই গণঅভ্যুত্থানের ছয় মাস পেরিয়ে গেলেও এখনো নিশ্চিত হয়নি আহতদের সুচিকিৎসা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে অনুদানের অর্থ বুঝে পাননি অধিকাংশ আহতরা।
বারবার ফাউন্ডেশনের কার্যালয়ে গিয়েও অনুদান মিলছে না বলে অভিযোগ করেন আহতরা। এদিকে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বলছে, আমলাতান্ত্রিক জটিলতা, ভুয়া প্রার্থীসহ বিভিন্ন জটিলতায় বিঘ্ন হচ্ছে সহায়তা কার্যক্রম। অভ্যুত্থানে আহতদের গেজেট প্রকাশ না হওয়ায় ওয়ান স্টপ সার্ভিস চালু করা সম্ভব হচ্ছে না।
চব্বিশের গণঅভ্যুত্থান। কেঁপেছে রাজপথ, ঝরেছে তাজা রক্ত। জুলাই অগাস্ট গণঅভ্যুত্থানে তৎকালীন সরকারের নির্দেশে আন্দোলনকারীদের ওপর ঝাপিয়ে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী।
স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইএস’র তথ্য বলছে, জুলাই গণঅভ্যুত্থান ঘিরে সৃষ্ট সহিংসতায় শহীদ হয়েছেন ৮২৬ জন, আহত ১১ হাজার ৩০৬ জন।
আহত ও শহীদ পরিবারকে সহায়তার লক্ষ্যে ২০২৪ সালের ১৫ অক্টাবর গঠন করা হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত শহীদ ও আহত ৩ হাজার ৮শ ব্যক্তি ও পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। এছাড়া আরও ৩ হাজার আবেদন প্রক্রিয়াধীন।
গুরুতর আহতদের অনেকে এখনো কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। মৃত্যুভয়কে তুচ্ছ করে যারা দাবি আদায়ের লড়াই করেছেন, সেই সাহসী বিপ্লবীদের সামনে আজ অনিশ্চিত ভবিষ্যতের হাতছানি। গণহত্যার ছয় মাস পেরিয়ে গেলেও এখনো অনেকেই পান নি জুলাই ফাউন্ডেশনের আর্থিক সহায়তা।
এদিকে, অনুদান প্রাপ্তির ধীরগতি, গণহত্যাকারীদের বিচার, গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ সাত দাবিতে চলতি মাস জুড়েই রাজপথে আন্দোলন করছেন আহতরা। এসময় জুলাই ফাউন্ডেশনকে অকার্যকর দাবি করার পাশাপাশি সমন্বয়কদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা।
সরেজমিনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে গিয়ে দেখা যায়, আহতদের অনেকেই এসেছেন অনুদানের অর্থ প্রাপ্তির আশায়। মাসের পর মাস ঘুরেও অনুদান মিলছে না বলে অভিযোগ করেন তারা।
এদিকে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আন্দোলনে আহত নয়, এমন অনেকেই সহায়তার জন্য আবেদন করেছেন। যাচাই বাছাই করে প্রকৃত আহত ব্যক্তি খুঁজে বের করতে হচ্ছে। ফলে বিঘ্ন ঘটছে অনুদান কার্যক্রমে।
স্নিগ্ধ জানান, প্রধান উপদেষ্টার তহবিল থেকে ১০০ কোটি টাকা পাওয়া গেছে। নতুন করে আর সরকার থেকে অর্থ নেয়া হবে না। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাংকের সহায়তায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যক্রম চালিয়ে যাবে।