Tuesday, March 4, 2025

জর্ডানের পর্যটন ভিসা নিয়ে ইসরায়েলে ঢোকার চেষ্টা, গুলিতে ভারতীয় নিহত

Share

জেবিটিভি রিপোর্ট: জর্ডান থেকে অবৈধভাবে ইসরায়েলে প্রবেশের চেষ্টাকালে সীমান্তে গুলিতে প্রাণ হারিয়েছেন এক ভারতীয়। নিজ দেশের তিন ব্যক্তিকে নিয়ে সীমান্ত পাড়ি দেওয়ার সময় জর্ডানের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ৪৭ বছর বয়সী ওই ব্যক্তি নিহত হন।

জানা গেছে, ওই চার ভারতীয়কে ইসরায়েলে কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তারা পর্যটন ভিসা নিয়ে জর্ডানে গিয়ে অবৈধভাবে ইসরায়েলে ঢোকার চেষ্টা করেন।

রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, গুলিতে নিহত থমাস গ্যাব্রিয়েল পেরেরা দক্ষিণ ভারতের কেরালার বাসিন্দা। এছাড়া তার সাথে থাকা আরও দু’জনকে জর্ডানের কারাগারে পাঠানো হয়েছে।

পেরেরার আত্মীয় এডিসনকে জর্ডান থেকে ভারতে নির্বাসিত করার পরে বিষয়টি প্রকাশ্যে আসে। এডিসন সামনে থেকে সীমান্তে সেদিনের গুলির দৃশ্য প্রত্যক্ষ করেন।

জর্ডানে ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং মৃতদেহ স্থানান্তরের জন্য জর্ডান কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।

মিডিয়া রিপোর্ট অনুসারে, চারজনকে একটি অজ্ঞাত সংস্থা ইসরায়েলে চাকরির প্রতিশ্রুতি দেয়। কিন্তু কাজের ভিসা না পেয়ে তারা জর্ডানের পর্যটন ভিসা নেন। এরপর সংস্থাটি তাদের অবৈধভাবে ইসরায়েলে প্রবেশের নির্দেশ দেয়। ১০ ফেব্রুয়ারি জর্ডানের সেনারা একটি পাহাড়ি উপত্যকায় তাদের দেখতে পেয়ে গুলি চালায়।

ভারত ও ইসরায়েল ২০২৩ সালের মে মাসে একটি চুক্তি সই করে। চুক্তির অধীনে ৪২ হাজার ভারতীয়কে ইহুদি রাষ্ট্রটিতে নির্মাণ ও নার্সিং সেক্টরে কাজের অনুমতি দেওয়া হয়। তারপর থেকে ২০ হাজারের বেশি ভারতীয়কে ইসরায়েলে নিয়োগ করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সঙ্গে সম্পর্কিত ঝুঁকি সত্ত্বেও উল্লেখযোগ্যভাবে উচ্চ মজুরির কারণে ভারতীয় নির্মাণ শ্রমিকরা ইসরায়েলের প্রতি আকৃষ্ট হচ্ছেন। ভারতে তাদের মাসিক আয় ১৫০-৩০০ ডলারের তুলনায় ইসরায়েল প্রতি মাসে ন্যূনতম ১৬০০ ডলার দেয় তাদের।

আরও পড়ুন

আরও সংবাদ