Monday, March 3, 2025

চার লাখ রির্জাভ সেনাকে তলবের পরিকল্পনা ইসরায়েলের, তবে কী নতুন যুদ্ধ?

Share

জেবিটিভি রিপোর্ট: ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমন্বয় করে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধের পর ইসরায়েল এবার রির্জাভ সেনাদের ডাকার কথা ভাবছে। রোববার (২ মার্চ) দেশটির গণমাধ্যমের বরাতে এমন তথ্য জানিয়ে আল-জাজিরা বলছে, ২০২৫ সাল হতে পারে যুদ্ধের বছর।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ১২ বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে ইসরায়েলকে। যার মধ্যে রয়েছে ২ হাজার পাউন্ডের বোমা। সাবেক বাইডেন প্রশাসন এই বোমার চালান আটকে রেখেছিল। দ্রুতগতিতে এত মার্কিন অস্ত্রের চালান ও ট্রাম্পের সমর্থন পেয়ে আরও বেপরোয়া হয়ে উঠেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

১৫ মাসের যুদ্ধে গাজা এখন ধ্বংসস্তূপ। হাজার হাজার যোদ্ধা হারিয়ে হামাস ও হেজবুল্লাহর মতো ইসরায়েলবিরোধী সংগঠনগুলোও অনেকাংশে দূর্বল হয়ে পড়েছে। এমন পরস্থিতিতে বিপুল সংখ্যক রির্জাভ সেনা তলবের পরিকল্পনার পেছনে কারণ কী?

ধারণা করা হচ্ছে, ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে যাচ্ছে। সে ক্ষেত্রে মধ্যেপ্রাচ্যে বড় ধরনের সংঘর্ষ দেখা দিতে পারে। এমন প্রেক্ষাপটে ইসরায়েল পূর্বপ্রস্তুতি হিসাবে এ ব্যবস্থা নিতে পারে।

এছাড়া ফিলিস্তিনিদের জোর করে গাজা থেকে মিসরে পাঠানোর চেষ্টা করা হলে সেক্ষেত্রে মিসরের সঙ্গেও যুদ্ধ বেঁধে যেতে পারে ইসরায়েলের।

এছাড়া সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর গোলান মালভূমি ও দেশটির দ্রুজ সম্প্রদায়কে ইসরায়েয়েলের সমর্থন দেওয়াকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দেখা দিয়েছে। তাই এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু আবার যুদ্ধ শুরু করতে যাচ্ছেন।

এদিকে গাজায় হামাসের হাতে থাকা বাকি ইসরায়েলি বন্দিদের মুক্ত করতে দেশটির নাগরিকরা বিক্ষোভ অব্যাহত রেখেছেন। এমনকি বিক্ষোভকারীরা ইসরায়েলি মন্ত্রীদের বাড়ি বাড়ি যাচ্ছেন।

এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরোধীদলের নেতারা অভিযোগ করছেন, নেতানিয়াহু তার রাজনৈতিক স্বার্থে ইসরায়েলি বন্দিদের জীবন হুমকিতে ফেলছেন।

ইসরায়েলি ডেমোক্র্যাট পার্টির নেতা ইয়াইর গোলান বলেছেন, কত সৈন্য মারা গেছে বা জিম্মিদের জীবন নিয়ে নেতানিয়াহুর কোনো মাথাব্যথা নেই। এতে তার কিছু যায় আসে না, কারণ তার ব্যক্তিগত ও রাজনৈতিক চাহিদা অন্য সবকিছুর চেয়ে বেশি প্রাধান্য পায়। নেতানিয়াহু সরকার গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের বিষয়ে আলোচনা এড়িয়ে যাচ্ছেন বলে মনে করেন ইয়াইর গোলান।

আরও পড়ুন

আরও সংবাদ