জেবিটিভি রিপোর্ট: হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, চলতি সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা দেখছে বাইডেন প্রশাসন। সোমবার (১৩ জানুয়ারি) রাতে আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে সুলিভান বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এ বিষয়ে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টিমের সঙ্গে যোগাযোগ রাখছে।
আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউসে ফিরবেন ট্রাম্প। এর আগেই গাজায় যুদ্ধবিরতির জন্য সংশ্লিষ্টদের চাপ দিচ্ছে বাইডেন প্রশাসন।
এদিকে, গত রাতে কাতারে আলোচনার পর ইসরায়েল ও হামাস একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে এখনো কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি।
দীর্ঘ আলোচনার পর গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েল ও হামাসকে একটি চুক্তির চূড়ান্ত খসড়া দিয়েছে মধ্যস্থতাকারী কাতার। সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতের উপস্থিতিতে আলোচনায় ‘সাফল্যের’ পর চুক্তির চূড়ান্ত খসড়া হস্তান্তর করা হয়।
ওই কর্মকর্তা বলেন, দোহায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিন বেটের প্রধানরা কাতারের প্রধানমন্ত্রী স্টিভ উইটকফের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির প্রস্তাব নিয়ে আলোচনা করেন। বিদায়ী মার্কিন প্রশাসনের কর্মকর্তারাও এতে অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। চুক্তিতে পৌঁছানোর জন্য আগামী ২৪ ঘণ্টা সময়টি গুরুত্বপূর্ণ।