জেবি টিভি রিপোর্ট : ট্রাম্প প্রশাসনের সঙ্গে মেয়র অ্যাডামসের গোপন সমঝোতার কারণেই নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের দুর্নীতির মামলা স্থগিত করতে জাস্টিস ডিপার্টমেন্ট সুপারিশ করেছে বলে মনে করেন সাউদার্ন ডিস্ট্রিক্ট নিউ ইয়র্ক এর সাবেক অ্যাসিস্ট্যান্ট ইউএস অ্যাটর্নি মিমি রোকাহ। এমএসএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, প্রসিকিউটরদের যুক্তিতর্ক খেয়াল করলেই ফেডারেল বিচারক সমঝোতার বিষয়টি বুঝতে পারতেন।
এদিকে, নাগরিক অধিকারকর্মী আল শার্পটন মনে করেন, এরিক অ্যাডামসের বিরুদ্ধে দুর্নীতির ও জালিয়াতির ফৌজদারী মামলা যদি রাজনৈতিক প্রতিহিংসার কারণেই হয়ে থাকে তাহলে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উচিত ছিলো অ্যাডামসকে ক্ষমা করে দেয়া।
জাস্টিস ডিপার্টমেন্টের অনুরোধের প্রেক্ষিতে নিউ ইউয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের পরিপ্রেক্ষিতে দুর্নীতি ও জালিয়াতির ফৌজদারী মামলা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার রায়ের সমালোচনা করেছেন সাউথার্ন ডিস্ট্রিক্ট অফ নিউ ইয়র্ক এর সাবেক এটর্নি মিমি রোকাহ।
সিটির মেয়রের দুর্নীতির মামলায় ফেডারেল বিচারকের রায় নিয়ে এনবিসি নিউযকে দেয়া সাক্ষাৎকারে মিমি। তিনি বলেন, মামলাটি তুলে নেয়ার পেছনে ট্রাম্প প্রশাসনের সঙ্গে অ্যাডামসের কোন গোপন সমঝোতা থাকতে পারে।
সম্প্রতি, নিজের দুর্নীতির অভিযোগ খারিজের বিনিময়ে ট্রাম্প প্রশাসনের হাতে অভিবাসীদের তুলে দিয়ে সমঝোতা করার অভিযোগ ওঠে অ্যাডামসের বিরুদ্ধে। যদিও ডিওজে বলছে, অ্যাডামসের বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা।
এ বিষয় সাক্ষাৎকারে নাগরিক অধিকারকর্মী আল শার্পটন বলেন, এরিক অ্যাডামসের বিরুদ্ধে দুর্নীতির ও জালিয়াতির ফৌজদারী মামলা যদি রাজনৈতিক প্রতিহিংসা-ই হয়ে থাকে তাহলে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উচিত এরিক অ্যাডামসকে ক্ষমা করে দেয়া ।