জেবি টিভি রিপোর্ট : দেশ ও জনগণের সুরক্ষায়, ক্ষমতা গ্রহণের দিন থেকেই অবৈধ অভিবাসীদের বিতাড়ন শুরু করবেন নবনিবার্চিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এদেশে কোন অপরাধী ও খুনিদের স্থান হবে না। এমনটাই বলেছেন, টেক্সাসের রিপাবলিকান সেনেটর ট্রেড ক্রুয।
অ্যারিযোনার ফিনিক্সে রক্ষণশীল সংগঠন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’র বার্ষিক রাজনৈতিক সম্মেলন ‘অ্যামেরিকা ফেস্ট’ এ তিনি দাবি করেন, বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশের তালিকায় নেয়া হবে অ্যামেরিকাকে। অনুষ্ঠানে ফ্লোরিডার সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেইয বলেছেন, আগামীতে সেনেটর মার্কো রুবিও’র শূন্য আসনে প্রতিদ্বন্দ্ধিতা করবেন তিনি।
রিপাবলিকান কেইরি লেইক বলেছেন, দলের ভেতরে ট্রাম্প বিরোধীদের সংখ্যা কমিয়ে আনা হবে। এদিকে, ট্রাম্পের ছেলে ডনাল্ড ট্রাম্প জুনিয়র বলেছেন, যারা ট্রাম্পের এজেন্ডায় বিশ্বাসী নন তাদের জন্য প্রাইমারীতে কোন সুখবর থাকবে না।
টেক্সাসের রিপাবলিকান সেনেটর ট্রেড ক্রুয বলেছেন, দেশ ও জনগণের সুরক্ষার জন্য সীমান্ত সুরক্ষা জরুরি। তাই জানুয়ারি ২০ তারিখ নবনিবার্চিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের দিন থেকেই অবৈধভাবে এদেশে প্রবেশকারী অভিবাসীদের বিতাড়ণ কার্যক্রম শুরু হবে।
ট্রেড ক্রুয বলেছেন, এদেশে কোন অপরাধী, খুনি, শিশু নির্যাতনকারী, ভেনিজুয়েলার গ্যাং সদস্যদের স্থান নেই। এই বিতাড়ণ কার্যক্রম কতদিনে শেষ হবে তা নির্দিষ্ট না হলেো অবৈধ অভিবাসীদের সংখ্যা কমিরেয় আনা হবে।
বিশ্বের তেল ও গ্যাস উৎপাদনকারী দেশের শীর্ষ তালিকায় স্থান পাবে অ্যামেরিকা। এমনটাই বলেন এই রিপাবলিকান সেনেটর। তিনি বলেছেন, জ্বালানির দাম কমলে নিত্যপণ্যের দাম কমবে। কমবে এর সঙ্গে সর্ম্পকিত সব কিছুর দাম। ফলে জীবনযাত্রার ব্যয় ও কমে আসবে।
ফ্লোরিডার সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেইয বলেছেন, অ্যার্টনি জেনারেল পদে তাকে বাছাই করেছিলেন প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্প।কিন্তু দলের আইনপ্রণেতাদের সমর্থন না থাকায় ট্রাম্প তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। এক্ষেত্রে আগামীতে তিনি সেনেটর মার্কো রুবিওর শূন্য আসনে প্রতিদ্বন্দ্ধিতা করবেন বলে জানান। কারণ মার্কো রুবিও’কে স্টেইট সেক্রেটারি পদে মনোনীত করেছেন ট্রাম্প।
অন্যদিকে, রিপাবলিকান কারি লেইক বলেছেন, ট্রাম্পেরে বিজয়েরে মধ্য দিয়ে অ্যামেরিকা একটি স্বর্ণযুগে প্রবেশ করেছে। সেই যুগে সীমান্ত সুরক্ষিত থাকবে দুই স্তরের বিচার ব্যবস্থার অবসান ঘটবে। এদেশকে সামনে এগিয়ে নেয়ার ক্ষেত্রে বাধাদানকারীদের সংখ্যা অনেক কমিয়ে এনেছেন ট্রাম্প। তবে দলের ভেতরে এই সংখ্যা এখনো কমিয়ে আনা সম্ভব হয়নি। তবে এই সংখ্যাও কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
একই অনুষ্ঠানে কথা বলেন ট্রাম্পের ছেলে ডনাল্ড ট্রাম্প জুনিয়র। তিনি বলেন, ‘ট্রাম্প রাজনীতিতে যে আলোড়ন সৃষ্টি করেছেন তা দেশের ইতিহাস বিশেষ করে রাজনীতির ইতিহাসে নেই। যারা ট্রাম্পের এজেন্ডার সঙ্গে এক হয়ে কাজ না করবে তাদের জন্য প্রাইমারীতে কোন সুখবর থাকবে না।
এদিকে, এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মিডিয়া ব্যক্তি ও অভিনেত্রী ব্রেট কুপার। তিনি বলেছেন, বিশ্বে বা রাজনীতিতে কি ঘটছে তার নিয়ন্ত্রণ নিজের হাতে না থাকলেও নিজেকে ভালো রাখার নিয়ন্ত্রণ প্রত্যেকের হাতে আছে। তাই সবার আগে নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।