জেবি টিভি রিপোর্ট : শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন দেশে নারী-পুরুষ ছাড়া অন্য কোন লিঙ্গ স্বীকৃতি পাবে না। তার এই মন্তব্যের বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন অধিকার কর্মীরা।
রক্ষণশীলদের দাবি অনুযায়ী ডিইআই কর্মসূচি বন্ধের নির্বাহী আদেশেও সই করারর পরিকল্পনা রয়েছে তার। গাল্ফ অব মেক্সিকোর নাম পরিবর্তন করে গাল্ফ অব অ্যামেরিকা করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শপথের কয়েক ঘণ্টা পর, লং আইল্যান্ডের বাসিন্দা জুলি ওয়েন ও তার স্ত্রী বারবারা; টেলিভিশনে শুধুমাত্র খেলা দেখে সময় কাটানোর পরিকল্পনা করেছেন। কারণ শপথ অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ডনাল্ড ট্রাম্প বলেছেন, এখন থেকে অ্যামেরিকায় শুধুমাত্র পুরুষ ও মহিলা এই দুটি লিঙ্গ স্বীকৃতি পাবে।
ট্রাম্পের এই বক্তব্যকে ভুল ও ক্ষতিকর বলে মনে করেন জুলি ওয়েন। কারণ তিনি নিজেও একজন ট্রান্সজেন্ডার। মেয়েদের দলগুলোতে ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের অংশ নেয়া নিষিদ্ধ করেছেন নাসাউ কাউন্টির নির্বাহী কর্মকর্তা ব্রুস ব্লেইকম্যান। শপথ অনুষ্ঠানে দেয়া ট্রাম্পের বক্তব্যকে তিনি সমর্থন জানিয়েছেন।
তিনি মনে করেন, নারীদের সাথে একই খেলায় জৈবিক পুরুষদের অংশ নেয়ার সুযোগ দেয়া বিপজ্জনক। নারীদের লকার রুমে তাদের গোসলের অনুমতি দেয়া বোকামি বলে মনে করেন ব্লেইকম্যান।
শপথ অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বৈষম্যহীন এবং মেধাভিত্তিক সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন ডনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এ ধরণের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরেয রেসিযমের প্রেসিডেন্ট লরা হার্ডিং বলেন, ট্রাম্প তার প্রশাসনে যোগ্যতা অনুযায়ী কাউকে মনোনীত করেননি।
এলজিবিটিকিউ নেটওয়ার্কের প্রেসিডেন্ট ডেভিড কিলমনিক বলেন, কোন কমিউনিটিকে নিশ্চিহ্ন করে ফেলার মতো নীতি প্রণয়ন করে একই সময় দেশকে একত্রিত করার দাবি করা যায় না।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে দেয়া বক্তব্যের সমালোচনা করেছেন সারাদেশের নাগরিক অধিকার কর্মীরা। ট্রাম্পের বিপজ্জনক নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছন তারা।