joybangladesh.tv
Friday, September 19, 2025

ইমরানকে জরুরি স্বাস্থ্যসেবা দেওয়ার আহ্বান পিটিআইয়ের

Share

জেবি টিভি রিপোর্ট : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাঁর দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই)। ইমরানকে জরুরি ভিত্তিতে চিকিৎসাসেবা দেওয়া এবং তাঁর পছন্দের একজন চিকিৎককে শারীরিক পরীক্ষা–নিরীক্ষা করার অনুমতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

এক বিবৃতিতে পিটিআইয়ের তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম বলেন, ‘ইমরান খানকে শারীরিক ও মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য তাঁকে সব ধরনের সুযোগ–সুবিধা দেওয়া বন্ধ করা হয়েছে। ইমরানের স্বাস্থ্য ও ভালো থাকাটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বের। তাঁকে চিকিৎসাসেবা দেওয়ায় গাফিলতির পরিণতি মারাত্মক হতে পারে।’

বিবৃতিতে ইমরান খান, তাঁর স্ত্রী বুশরা বিবি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এবং পিটিআইয়ের অন্য নেতাদের মুক্তির দাবি জানানো হয়। একই সঙ্গে বলা হয়, ইমরানকে তাঁর ছেলেদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া উচিত। এটা তাঁর ‘মৌলিক, আইনগত ও সাংবিধানিক অধিকার।’

 

এদিকে জিও নিউজের খবরে বলা হয়েছে, আগামীকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) লাহোরে সমাবেশের অনুমতির জন্য আবেদন করেছিল পিটিআই। তবে লাহোর নগর প্রশাসন তাদের সেই আবেদন বৃহস্পতিবার রাতে প্রত্যাখ্যান করেছে। এর পেছনে কারণ হিসেবে দেখানো হয়েছে নিরাপত্তাকে। ৮ ফেব্রুয়ারিকে ‘জালিয়াতির নির্বাচনের’ প্রথম বর্ষপূর্তি হিসেবে উল্লেখ করেছে পিটিআই। দিনটিকে ‘কালো দিবস’ হিসেবে ঘোষণা দিয়েছে তারা।

আরও পড়ুন

আরও সংবাদ