এবারের বিপিএলে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। পারিশ্রমিক না পাওয়ায় দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা বাতিল করেছিলেন অনুশীলন। এবার পারভেজ হোসেন ইমনকে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি স্বীকার করেছেন চিটাগাংয়ের মালিক সামির কাদের চৌধুরী। ব্যক্তিগত কারণে জাতীয় দলের এই ক্রিকেটারকে পারিশ্রমিক দেননি বলে জানান তিনি।
ইমনকে পারিশ্রমিক না দেওয়া প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমকে সামির কাদের বলেন, ‘হ্যাঁ, আমি ইমনকে পেমেন্ট করিনি। এটা করিনি ব্যক্তিগত কিছু কারণে। আমার টাকা তো গাছে ধরে না, আমার কিন্তু সন্তুষ্টির দরকার আছে। আমি সন্তুষ্ট হলে টাকা দিয়ে দেব, বকেয়া রাখব না।’
পারভেজ হোসেন ইমন।
ব্যক্তিগত কারণে পারিশ্রমিক দেননি উল্লেখ করে চিটাগাংয়ের মালিক আরও বলেন, ‘কিছু ব্যক্তিগত এবং ফ্র্যাঞ্চাইজি ইস্যু আছে। আমি খেলোয়াড় এবং বোর্ডের সঙ্গে আলোচনা করে আমার সিদ্ধান্ত নেব।’
চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরী।
পারিশ্রমিক না পাওয়ায় ইমন দল ছেড়েছেন বলে গুঞ্জন উঠে। ইমন ছুটিতে রয়েছেন জানিয়ে সামির কাদের বলেন, ‘ও (ইমন) তিন-চার দিন ছুটি নিয়েছে কোচের কাছ থেকে, টিম ডিরেক্টর থেকে। এতটুকুই জানি, আর আগামীকাল আসবে (দলে যোগ দেবে) বলেও জেনেছি। সে পারিশ্রমিক পায়নি।’