জেবি টিভি রিপোর্ট : উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে আসতে চান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার আমেরিকান দূতাবাসে গিয়ে ভিসার জন্য ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন। সেখানে ভিসার জন্য ফিঙ্গার প্রিন্ট দিয়ে তিনটার কিছু সময় পর বাসায় ফেরেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন সঙ্গে ছিলেন।
জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের শামসউদ্দিন দিদার জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে যথেষ্টা সম্মান দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাসে।
বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়ার চিকিৎসার জন্য ডিসেম্বরে যুক্তরাজ্য এবং তারপরে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। তবে ভিসা নিয়ে যুক্তরাষ্ট্র সফরে মার্কিন উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে কোন বৈঠক হবে কিনা সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।
এদিকে বুধবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আদালত।