Friday, February 7, 2025

আমরা সব সময় খেলোয়াড়দের বোনাস দিই: রাজশাহীর মালিক

Share

বারবার নেতিবাচক খবরে উঠে এসেছে দুর্বার রাজশাহীর নাম। পারিশ্রমিক না পেয়ে দলটির বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বর্জনের মতো ঘটনাও ঘটেছে। তবে সেসব পাশ কাটয়েই মাঠের খেলায় বেশ ছন্দে রয়েছে পদ্মাপাড়ের দলটি। টানা তিন জয়ে প্লে-অফের দৌড়ে বেশ ভালোভাবে টিকে আছে তাসকিন আহমেদের দল।

সোমবার (২৮ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্সকে হারানোর পর ব্রডকাস্ট চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে পারিশ্রমিক জটিলতাসহ অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন রাজশাহীর মালিক শফিকুর রহমান। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের মাথাতেই ছিল যে আমরা (শেষ চারে) যাবো। মানুষ অনেক কথা বলেছে, তবে আমরা বদ্ধপরিকর ছিলাম। আমরা দেখিয়ে দেব। বিদেশি খেলোয়াড়দের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তবে আমাদের ছেলেরা তো আছেই।’

পেমেন্ট ইস্যুতে বারবার খবরের শিরোনাম হওয়া রাজশাহীর মালিক বলেন, ‘আমরা সব সময় বোনাস দিই, ঘোষণা শুনবেন।’ এছাড়া অধিনায়ক তাসকিন আহমেদেরও বেশ প্রশংসা করেন শফিকুর।

তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে তাসকিন পারফেক্ট। আমরা তো এই পরিকল্পনা করেই করেছিলাম। অর্ধেক করবে (একজন), এক জায়গায় যাব, আরেকজন অর্ধেক করে শেষ করবে। সবার সঙ্গে কথা বলেই ক্যাপ্টেন্সি পরিবর্তন করেছিলাম। কী করলে ভালো হয়। আমরা করেছি এবং সফলও হয়েছি।’

আরও পড়ুন

আরও সংবাদ